এক্সপ্লোর
Advertisement
জেলে প্রজ্ঞার প্রতি অমানবিক আচরণ ঠিক হয়নি, মত রামদেবের, বললেন, শুধু গরিবি, বেকারিই ইস্যু নয়, রাম ও জাতীয়তাবাদও সমান গুরুত্বপূর্ণ
২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণের তদন্ত করা কারকারে হেফাজতে তাঁর ওপর ‘অত্যাচার’ করেছিলেন এবং সেজন্য তাঁর দেওয়া ‘অভিশাপে’ই মুম্বই হামলার সময় কারকারের মৃত্যু হয় বলে দাবি করে বিতর্কে জড়ান প্রজ্ঞা, পরে অবশ্য সমালোচনার মুখে মন্তব্য ফিরিয়ে নেন।
দেহরাদুন: স্বাধ্বী প্রজ্ঞা সিংহ ঠাকুরকে সমবেদনা বাবা রামদেবের। বিরোধীরা মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত স্বাধ্বীকে বিজেপির প্রার্থী করা নিয়ে প্রশ্ন তুলেছে। কিন্তু তাঁর পুনর্বাসনের পক্ষে সওয়াল করেছেন যোগগুরু। নিছক সন্দেহের বশে তাঁকে ৯ বছর জেলে রেখে তাঁর প্রতি নিষ্ঠুর আচরণ করা অন্যায় হয়েছে বলে জানিয়েছেন তিনি।
২৬/১১র মুম্বই সন্ত্রাসের সময় সন্ত্রাসবাদীদের হাতে নিহত তত্কালীন মুম্বই সন্ত্রাস দমন স্কোয়াডের (এটিএস) প্রধান হেমন্ত কারকারে সম্পর্কে প্রজ্ঞার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্নের জবাবে রামদেব বলেন, স্বাধ্বী প্রজ্ঞাকে ৯ বছর সশ্রম কারাবাস ভোগ করতে হয়েছে। তিনি কোনও অসঙ্গত মন্তব্য করে থাকলে তাঁকে সংযত রাখায় কোনও অন্যায় নেই, কিন্তু জেলে স্রেফ সন্দেহের বশে তাঁর সঙ্গে অমানবিক আচরণ করা ঠিক হয়নি।
২০০৮ এর মালেগাঁও বিস্ফোরণের তদন্ত করা কারকারে হেফাজতে তাঁর ওপর ‘অত্যাচার’ করেছিলেন এবং সেজন্য তাঁর দেওয়া ‘অভিশাপে’ই মুম্বই হামলার সময় কারকারের মৃত্যু হয় বলে দাবি করে বিতর্কে জড়ান প্রজ্ঞা, পরে অবশ্য সমালোচনার মুখে মন্তব্য ফিরিয়ে নেন।
তিনি কোনও বিশেষ রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন বলে দাবি করে রামদেব এও বলেন, এখন দেশ যাবতীয় অর্থনৈতিক, রাজনৈতিক ও ধর্মীয় চ্যালেঞ্জের সামনে পড়েছে, তবে সব চ্যালেঞ্জ অতিক্রম করে ২০৪০ নাগাদ দেশ গোটা বিশ্বের নেতা হয়ে উঠবে।
রামদেব আরও বলেন, শুধু গরিবি, বেকারিই ইস্যু নয়। রাম ও জাতীয়তাবাদও সমান গুরুত্বপূর্ণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement