এক্সপ্লোর
Advertisement
ঘূর্ণিঝড় অখির জেরে গুজরাতে অমিত শাহর সভা বাতিল, মুম্বইয়ে বিপর্যস্ত জনজীবন, বন্ধ স্কুল-কলেজ
আমদাবাদ ও মুম্বই: ঘূর্ণিঝড় অখির প্রভাবে সম্প্রতিই তছনছ হয়েছে দক্ষিণ ভারত। গতকালই হাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল ঘূর্ণিঝড়ের মুখ এবার ভারতের পশ্চিম উপকূল ঘেঁসে ওপর দিকে এগোচ্ছে। তার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে ভারী বৃষ্টি শুরু হয়েছে মুম্বই সহ গোটা মহারাষ্ট্র জুড়ে। কোনওরকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহারাষ্ট্র সরকার আজ সেখানকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এমনকি খুব প্রয়োজন না পড়লে বাইরে বেরোতেও বারণ করা হয়েছে সাধারণ মানুষকে।
বৃহন্নমুম্বই পুরসভার বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে সমুদ্রের ধারে যেতে বারণ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ ও কাল সকালে সেখানে জোয়ার আসার সম্ভাবনাও রয়েছে, জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। ঘূর্ণিঝড়ের কেন্দ্রস্থল বর্তমানে মুম্বই থেকে ৬০০ কিমি দূরে অবস্থান করছে। কিন্তু আকাশে মেঘ থাকায় গোটা মহারাষ্ট্রেই ভারী বৃষ্টি হচ্ছে। আবহাওয়া দফতর সূত্রে খবর, বৃষ্টির পরিমাণ বাড়বে, ঝড় যত স্থলভূমির দিকে এগোবে। আগামী দুদিন ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে, কমবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পূর্বাভাস আবহাওয়া দফতরের। পরিস্থিতির ভয়াবহতা বুঝে একাধিক ইমারজেন্সি নম্বর ও একটি ইমারজেন্সি সেল খোলা হয়েছে মুম্বই শাখার মধ্য রেলের তরফে ছত্রপতি শিবাজী টার্মিনাস এবং কল্যানে। প্রতিটি স্টেশনে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে বাড়তি রেল পুলিশ মোতায়েন করা হয়েছে। তৈরি রাখা হয়েছে অ্যাক্সিডেন্ট রিলিফ ট্রেন, অ্যাক্সিডেন্ট রিলিভ ভ্যান, রোড আর্ট।
মঙ্গলবার মধ্যরাতে দক্ষিণ গুজরাতের সুরাতে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় অখি। তার জেরে গুজরাতে অমিত শাহর একাধিক সভা বাতিল করা হয়েছে। পোরবন্দর, ভাবনগর, রাজকোট, আনন্দ ও আমদাবাদে এরমধ্যেই হাল্কা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সুরাতে দুটি বিপর্যয় মোকাবিলা বাহিনী তৈরি রাখা হয়েছে। প্রায় ৭, ৮০০ নালার মুখ পরিস্কার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
খবর
ব্যবসা-বাণিজ্যের
খেলার
Advertisement