এক্সপ্লোর
Advertisement
৯০% দাবি মানার প্রতিশ্রুতি দিয়েছেন রাহুল, দাবি দলিত নেতা জিগনেশ মেওয়ানির
নয়াদিল্লি: গুজরাত নির্বাচনের আগে নিজেদের দাবি-দাওয়া নিয়ে কংগ্রেস সহ-সভাপতি রাহুল গাঁধীর সঙ্গে দেখা করলেন রাষ্ট্রীয় দলিত অধিকার মঞ্চের নেতা জিগনেশ মেওয়ানি। তাঁর দাবি, রাহুল আশ্বাস দিয়েছেন, তাঁদের ৯০ শতাংশ দাবিই কংগ্রেসের নির্বাচনী ইস্তেহারে জায়গা পাবে। তিনি দলিতদের বিজেপি-কে ভোট না দিতে বলবেন বলেও জানিয়েছেন জিগনেশ।
শুক্রবার গুজরাতের নবসারিতে একটি খামারবাড়িতে রাহুলের সঙ্গে দেখা করেন জিগনেশ। তাঁদের মধ্যে আধঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক হয়। বৈঠকের পর দলিত নেতা বলেছেন, ‘উনার ঘটনার পর আমরা বেশ কয়েকবার বিক্ষোভ দেখিয়েছি এবং স্মারকলিপি জমা দিয়েছি। তা সত্ত্বেও দলিত-বিরোধী ও জন-বিরোধী বিজেপি সরকার আমাদের একটি দাবিও মানেনি। তারা আমাদের সঙ্গে কথা বলারও প্রয়োজন মনে করেনি। অন্যদিকে, কংগ্রেস দলিতদের দাবি বিবেচনা করার আশ্বাস দিয়েছে। তাই আমি দলিতদের বলব, বিজেপি-কে ভোট দেবেন না।’
জিগনেশদের দাবিগুলির মধ্যে আছে প্রতিটি দলিত পরিবারের জন্য পাঁচ একর করে কৃষিজমি, গবাদি পশুর ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তি বা সাফাইকর্মীদের জন্য বিকল্প কর্মসংস্থান, ২০১২ সালে সুরেন্দ্রনগরে দলিতদের উপর গুলি চালানোর ঘটনার তদন্ত রিপোর্ট প্রকাশ। রাহুল এই দাবিগুলি বিবেচনা করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, ‘জিগনেশ, হার্দিক (পটেল) বা অল্পেশ (ওবিসি নেতা অল্পেশ ঠাকুর) যেই হোক না কেন, আমরা সবার কথা শুনি এবং তাঁদের সমস্যা দূর করার জন্য কাজ করি।’
৮ নভেম্বর নোট বাতিলের প্রথম বর্ষপূর্তিতে দেশজুড়ে কালা দিবস পালনের ডাক দিয়েছে কংগ্রেস। সেদিন রাহুল গুজরাতের সুরাতে থাকবেন বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য থেকেই নোট বাতিল নিয়ে বিজেপি-কে আক্রমণের পরিকল্পনা করেছেন কংগ্রেস সহ-সভাপতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
খবর
Advertisement