এক্সপ্লোর
চুল কেটে নেওয়ার গুজব, আগরায় গণধোলাইয়ে মৃত মানসিকভাবে অসুস্থ প্রৌঢ়া

আগরা: দিল্লি ও গুরগাঁওয়ের জনাকয়েক মহিলা কিছুদিন ধরে অভিযোগ করছেন, অতর্কিতে তাঁদের চুল কেটে নেওয়া হচ্ছে। এবার এই সংক্রান্ত গুজবের শিকার হলেন ৬৫ বছরের এক মানসিক ভারসাম্যহীন মহিলা। আগরার মুতনানি গ্রামে দুই প্রতিবেশী তাঁকে পিটিয়ে মেরেছে বলে অভিযোগ। মৃতার নাম মাণ্ডবী। শোনা যাচ্ছে, অভিযুক্ত দুই ভাই মণীশ ও সোনুর সন্দেহ ছিল, মাণ্ডবী আসলে ভূত, তিনিই মহিলাদের চুল কেটে নেওয়ার মূলে। তাই তাঁর ওপর হামলা চালিয়ে তাঁকে পিটিয়ে মারে তারা। তবে ঘটনার পর থেকেই তারা নিখোঁজ। মৃতার ছেলে পুলিশে অভিযোগ করেছেন, গতকাল খুব ভোরে তাঁর মা প্রাকৃতিক কাজ সারতে বাড়ি থেকে বার হন। যখন তিনি মণীশ ও সোনুর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, তখন তারা লাঠি নিয়ে তাঁর ওপর হামলা চালায়। তারপর তাঁকে তাঁর বাড়ির সামনে ফেলে রেখে চম্পট দেয় তারা। গ্রাম থেকে ৩০ কিলোমিটার দূরে একটি হাসপাতালে তাঁকে পাঠানো হয়। ডাক্তারি পরীক্ষার পর অ্যাম্বুলেন্সে করে ফেরার সময় পথে মারা যান তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















