এক্সপ্লোর
Advertisement
ছবি তোলার জন্য খাওয়া-দাওয়া দলিতদের অপমানেরই সামিল, দলের নেতাদের কটাক্ষ বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলের
ছবি তোলার জন্য খাওয়া-দাওয়া দলিতদের অপমানেরই সামিল, দলের নেতাদের কটাক্ষ বিজেপি সাংসদ সাবিত্রী বাইয়ের
লখনউ: লোকসভা নির্বাচনের কথা মাথায় রেখে দলিত মনজয়ে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি। বিভিন্ন কারণে দেশজুড়ে দলিত বিক্ষোভ চিন্তার ভাঁজ ফেলেছে গৈরিক দলের কপালে। এই অবস্থায় বিজেপি নেতা,মন্ত্রী থেকে শুরু করে সাংসদ ও বিধায়করা দলিতদের গ্রামে রাত কাটানোও শুরু করেছেন। ভোজন সারছেন দলিতদের বাড়িতেই। এরইমধ্যে দলিতদের এই মনজয়ের উদ্যোগ নিয়ে কটাক্ষ করলেন দলেরই এক সাংসদ। তিনি দলের এই উদ্যোগকে দলিতদের 'অপমানের সামিল' বলেই মন্তব্য করেছেন।
উত্তর প্রদেশের বিজেপি সাংসদ সাবিত্রী বাই ফুলে দলের নেতাদের দলিতদের বাড়িতে খাওয়াদাওয়া ও ছবি তোলা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর বক্তব্য, এটা দলিতদের 'অমার্যাদা' প্রদর্শনের সামিল।
তিনি বলেছেন, 'নেতারা ছবি তোলার জন্য দলিতদের বাড়িতে গিয়ে খাওয়া-দাওয়া করছেন। আসলে খাবার কিন্তু উচ্চবর্ণের কেউ রান্নাবান্না করছেন। আর যে থালায় খাওয়া হচ্ছে, সেগুলিও দলিতের বাড়ির নয়'।
সাবিত্রী বলেছেন, উচ্চবর্ণের মানুষের বাড়িতে খাওয়ার সময় কেউ ছবি তোলেন না। তাহলে দলিতদের বাড়িতে খাওয়ার ছবি তোলা হচ্ছে কেন, সেই প্রশ্ন তুলেছেন তিনি। ছবি তোলার জন্য এ ধরনের কাজ দলিতদের প্রতি 'অপমান' বলেই মন্তব্য করেছেন তিনি।
উল্লেখ্য, কয়েকদিন আগে গত ২৬ এপ্রিল উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ একটি দলিত গ্রামে রাত কাটিয়েছিলেন। তিনি এক দলিতের বাড়িতে খাওয়াদাওযা করেন।
2019, lok sabha elections,bharatiya janta party,dalit houses, mission dalits,savitri bai, uttar pradesh,Yogi Adityanath
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement