এক্সপ্লোর
Advertisement
সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা উচিত দেওবন্দের: সাধ্বী জ্যোতি
জয়পুর: ‘ভারত মাতা কি জয়’-এর বিরুদ্ধে ফতোয়া জারি না করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করা উচিত দারুল উলুম দেওবন্দের। এমনই মন্তব্য করলেন, কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতি।
সাধ্বী বলেন, দেওবন্দ মুসলিমদের ‘ভারত মাতা কি জয়’ বলতে নিষেধ করেছে। এর পরিবর্তে তারা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ফতোয়া জারি করত, তাহলে আমি তাদের অভিনন্দন জানাতাম। এটাই এখন বিশ্বের সবথেকে ‘চ্যালেঞ্জিং’ ইস্যু। কিন্তু তারা তা করেনি।
সম্প্রতি ‘ভারত মাতা কি জয়’ ধ্বনির বিরুদ্ধে ফতোয়া জারি করে দেশের প্রথম সারির ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম দেওবন্দ। তারা জানায়, এই ধ্বনি ইসলামের আদর্শের পরিপন্থী। দেওবন্দ বলে, আমরা দেশকে ভালোবাসি, কিন্তু পুজো করি না। ইসলামে একমাত্র আল্লাহর আরাধনার কথা বলা হয়েছে। ফতোয়ায় বলা হয়, হিন্দু সম্প্রদায়ের একাংশের মত অনুযায়ী, ভারতমাতা দেবী এবং তাঁরা এই দেবীর পুজো করেন। মুসলিমদের এই পুজোয় অংশগ্রহণ অ-ইসলামীয়।
এরই বিরুদ্ধে সরব হন সাধ্বী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
বিনোদনের
হুগলি
জেলার
Advertisement