শ্বশুরবাড়ি থেকে কী পেয়েছেন? সরকারি চাকরিতে ঢুকতে জানাতে নির্দেশ হরিয়ানা প্রশাসনের
![শ্বশুরবাড়ি থেকে কী পেয়েছেন? সরকারি চাকরিতে ঢুকতে জানাতে নির্দেশ হরিয়ানা প্রশাসনের Declare money received from in-laws: Haryana govt to new joinees শ্বশুরবাড়ি থেকে কী পেয়েছেন? সরকারি চাকরিতে ঢুকতে জানাতে নির্দেশ হরিয়ানা প্রশাসনের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/09/04144041/Khattar-PTI-1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
চণ্ডীগড়: পণপ্রথার বিরুদ্ধে অভিনব উদ্যোগ নিল হরিয়ানা সরকার। সরকারি চাকরিতে ঢুকতে গেলে এবার থেকে প্রত্যেক প্রার্থীকে ঘোষণা করতে হবে, শ্বশুরবাড়ি থেকে কী কী নিয়েছেন।
প্রশাসনের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি চাকরির জন্য আবেদন করা প্রার্থীদের লিখিত আকারে ঘোষণা করতে হবে যে, বিয়ের সময় তিনি শ্বশুরবাড়ি থেকে কী কী পেয়েছেন।
নির্দেশিকা অনুযায়ী, এক্ষেত্রে বিয়েতে পাওয়া সমস্ত সামগ্রী, সম্পত্তি ও নগদের বিস্তারিত তথ্য ঘোষণা করতে হবে। নিজের নামে হোক বা অন্য কারও নামে—সব তথ্যই পুঙ্খানুপুঙ্খভাবে পেশ করতে হবে।
শুধু বিবাহিত নয়, হবু বরদের উদ্দেশ্যেও নির্দেশিকা জারি করা হয়েছে। বলা হয়েছে, যাঁরা এখনও বিয়ে করেননি, তাঁদের অঙ্গীকার করতে হবে, ভবিষ্যতে বিয়ে করলে পণ-বিরোধী আইন কঠোরভাবে তাঁরা মেনে চলবেন।
এই মর্মে রাজ্যের সকল প্রশাসনিক সচিব, বিভাগীয় প্রধান, ডিভিশনাল কমিশনার, ডেপুটি কমিশনার এবং পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্টের রেজিস্ট্রারকে কঠোরভাবে এই আইন মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
হরিয়ানা সরকারের এই পদক্ষেপ সম্পর্কে আপনার মতামত কী, তা নীচের কমেন্ট বক্সে জানান--
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)