এক্সপ্লোর
Advertisement
লন্ডন যেতে পারবেন না, চিকিত্সার জন্য বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত বঢরাকে ৬ সপ্তাহের বিদেশযাত্রার অনুমতি আদালতের
শুনানির সময় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর শ্যালক বঢরার কৌঁসুলি কে টি এস তুলসি আদালতে বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আপত্তি থাকলে তাঁর মক্কেল আগে আবেদন করলেও লন্ডন যাত্রা করবেন না।
নয়াদিল্লি: বেআইনি আর্থিক লেনদেন মামলায় অভিযুক্ত রবার্ট বঢরাকে রোগ সারাতে চিকিত্সার জন্য ৬ সপ্তাহের বিদেশ যাত্রার অনুমতি দিল দিল্লির এক আদালত। বিশেষ বিচারক অরবিন্দ কুমার তাঁকে আমেরিকা ও নেদারল্যান্ডস যাত্রায় সম্মতি দিয়ে সফরসূচি জমা দিতে বলেছে। যদিও ৬ সপ্তাহের বিদেশযাত্রায় তিনি লন্ডন যেতে পারবেন না বলে জানিয়ে দিয়েছে আদালত। তাঁকে সময়সীমা শেষের আগে দেশে ফিরতেও নির্দেশ দিয়েছে।
শুনানির সময় কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীর শ্যালক বঢরার কৌঁসুলি কে টি এস তুলসি আদালতে বলেন, এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর আপত্তি থাকলে তাঁর মক্কেল আগে আবেদন করলেও লন্ডন যাত্রা করবেন না।
বঢরা আগের আবেদনে স্বাস্থ্যের প্রসঙ্গ তুলে ব্রিটেন ও অন্যান্য দেশ যাওয়ার অনুমতি চেয়েছিলেন। ইডির তরফে সলিসিটর জেনারেল তুষার মেহতা ও আইনজীবী নীতেশ রানা বঢরার আবেদনের বিরোধিতা করেছিলেন।
প্রসঙ্গত, লন্ডনের ১২, ব্রায়ানস্টন স্কোয়ারে ১.৯ মিলিয়ন পাউন্ড দামের ফ্ল্যাট কেনায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে নাম জড়িয়েছে বঢরার।
প্রিয়ঙ্কা গাঁধী বঢরার স্বামীর অবশ্য দাবি, বেআইনি বিদেশি সম্পত্তির মালিকানা তাঁর নেই। রাজনৈতিক কারণে প্রতিশোধ নেওয়ার জন্যই বিদেশে বেআইনি ভাবে ফ্ল্যাট কেনার অভিযোগ তোলা হচ্ছে। রাজনৈতিক স্বার্থ পূরণেই তাঁকে ‘হেনস্থা করা ও তাঁর পিছনে লাগা হচ্ছে’।
গত সপ্তাহে শরীর খারাপ থাকার কারণ দেখিয়ে ইডি-তে নির্ধারিত হাজিরায় আসেননি বঢরা। গত বৃহস্পতিবার তাঁকে টানা ৫ ঘন্টা জেরা করে তাঁর বক্তব্য রেকর্ড করা হয়। পরে তিনি সোস্যাল মিডিয়ায় লেখেন, এই নিয়ে ১১ বার তিনি তদন্ত সংস্থায় হাজিরা দিলেন, এপর্যন্ত তাঁকে ৭০ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement