এক্সপ্লোর
Advertisement
সলমন ও শাহরুখের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি খারিজ আদালতে
নয়াদিল্লি: বলিউড অভিনেতা শাহরুখ ও সলমন খানের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি খারিজ করে দিল দিল্লির একটি আদালত। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর শ্যুটিংয়ের সেটে জুতো পায়ে দিয়ে মন্দিরে ঢুকে দুই অভিনেতা ধর্মীয় ভাবাবেগে আঘাত দিয়েছেন, এই অভিযোগ করে তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়েরের আর্জি জানানো হয়। কিন্তু আদালত ওই আর্জি খারিজ করে দিয়েছে।
তিস হাজারি আদালতে পুলিশ যে অ্যাকশন টেকেন রিপোর্ট (এটিআর) জমা দিয়েছে তা বলা হয়, শ্যুটিংয়ের জন্য অস্থায়ী মন্দির তৈরি হয়েছিল। সেই মন্দিরে শ্যুটিং করছিলেন শাহরুখ ও সলমন। রিয়েলিটি শো-র শ্যুটিংয়ের অঙ্গ হিসেবে একটি স্টুডিওতে ওই অস্থায়ী মন্দির তৈরি করা হয়। এক্ষেত্রে তাঁদের ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার কোনও ইচ্ছাই ছিল না।
অ্যাডভোকেট গৌরব গুলাটির দায়ের করা পিটিশনের ভিত্তিতে আদালত পুলিশকে এটিআর জমা দেওয়ার নির্দেশ দেয়। গুলাটি কালার্স চ্যানেল, ‘বিগ বস ৯’-এর পরিচালক ও প্রযোজকের বিরুদ্ধেও এফআইআর দায়েরের আর্জি জানিয়েছিলেন।
দুই অভিনেতার বিরুদ্ধে রূপ নগর থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement