এক্সপ্লোর
Advertisement
২০১৪-র নির্বাচনী মনোনয়নপত্রে শিক্ষাগত যোগ্যতার ভুল তথ্য দেওয়ার অভিযোগে অভিষেককে তলব দিল্লির আদালতের, ২৫ শে হাজিরার নির্দেশ
বিচারক বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে। তাঁকে জনপ্রতিনিধি আইনের ১২৫ এ (মিথ্যা হলফনামা পেশ) ধারায় অপরাধের ব্যাপারে তলব করা হল।
নয়াদিল্লি: দিল্লির এক আদালত তলব করল তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাইপো, ডায়মন্ডহারবারের সাংসদ অভিষেকের বিরুদ্ধে ২০১৪–র লোকসভা নির্বাচনের মনোনয়নপত্রে মিথ্যা হলফনামা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ব্যাপারেই তাঁকে আদালত সমন পাঠাল বৃহস্পতিবার। এ খবর সংবাদ সংস্থা পিটিআইয়ের।
অতিরিক্ত মুখ্য মেট্রপলিট্যান ম্যাজিস্ট্রেট সমর বিশাল তাঁকে ২৫ জুলাই হাজিরা দিতে নির্দেশ দিয়েছেন। বিচারক বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার যথেষ্ট ভিত্তি রয়েছে। তাঁকে জনপ্রতিনিধি আইনের ১২৫ এ (মিথ্যা হলফনামা পেশ) ধারায় অপরাধের ব্যাপারে তলব করা হল।
জনৈক আইনজীবী নীরজের মাধ্যমে অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগনামায় বলা হয়েছে, হলফনামায় শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত ভুল তথ্য দিয়েছিলেন তিনি। অভিষেক মিথ্যা বলেছিলেন যে, তিনি এমবিএ। স্নাতক স্তরের শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত তথ্যও তিনি গোপন করেছেন।
অভিযোগকারীর বক্তব্য, নিজেকে উচ্চশিক্ষার অধিকারী, বিরাট ডিগ্রিধারী বলে ইচ্ছা করেই মিথ্যা তথ্য দিয়েছিলেন তিনি, শস্তা জনপ্রিয়তা পাওয়াই যার উদ্দেশ্য ছিল। এতে ব্যাপক সংখ্যক মানুষের মনে ভুল ধারণা তৈরি হয়েছিল।
এ বিষয়ে এখনও পর্যন্ত অভিষেকের কোনও প্রতিক্রিয়া মেলেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
খবর
Advertisement