এক্সপ্লোর
লক্ষ্য দূষণ কমানো, বাস ভাড়া কমাল দিল্লি সরকার

নয়াদিল্লি: পরিবেশ দূষণ মোকাবিলায় জনগণকে গণপরিবহণ ব্যবহারে উত্সাহিত করতে বাস ভাড়া কমিয়ে দিল দিল্লি সরকার। জানুয়ারিতে শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ১০ টাকা এবং সাধারণ বাসের ভাড়া ৫ টাকা করা হয়েছে। পরিবহণমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, বর্তমানে সাধারণ বাসের ভাড়ার ৫, ১০ ও ১৫ টাকার স্ল্যাব রয়েছে। শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ক্ষেত্রে ভাড়া ১৫, ২০ ও ২৫ টাকা। এক্ষেত্রে সাধারণ বাসের ভাড়া কমিয়ে সমহারে ৫ টাকা এবং শীতাতপ নিয়ন্ত্রিত বাসের ভাড়া ১০ টাকা করা হয়েছে। মন্ত্রী জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে এই নয়া ভাড়া কার্যকর হবে এবং তা এক মাসের জন্য প্রযোজ্য হবে। দৈনিক বাস-পাসের দাম ৪০-৫০ টাকা থেকে সমহারে ২০ টাকা করা হয়েছে। দিল্লির দূষণের মাত্রা কমাতে এই ভাড়া কমানোর সিদ্ধান্ত নেওয়া হল। রাজধানীতে দূষণের হার শীতকালেই সর্বোচ্চ থাকে। মন্ত্রী আশা প্রকাশ করেছেন, ভাড়া কমানোর ফলে লোকজন বেশি করে বাসেই যাতায়াত করবেন। এরফলে রাস্তায় গাড়ি ও মোটরসাইকেলের সংখ্যা কমবে। দিল্লি সরকার প্রায় সাড়ে চার হাজার বাস চালায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















