দিল্লিতে ঢুকে পড়েছে ৬-৭ জঙ্গি, লন্ডন-ধাঁচে হামলার সম্ভাবনা, জারি হাই অ্যালার্ট
নয়াদিল্লি: দিল্লিজুড়ে সতর্কতা জারি। কেন্দ্রীয় গোয়েন্দাদের দাবি, রাজধানীতে ঢুকেছে অন্তত ৬-৭ জঙ্গি। দিল্লিতে লন্ডন-স্টাইলে নাশকতামূলক হামলা চালানোর ছক কষছে তারা।
গোয়েন্দাদের এই রিপোর্ট আসার পরই দিল্লিকে নিশ্ছিদ্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। এদিন বিশ্ব যোগ দিবস উপলক্ষে রাজধানীতে এমনিতেই সতর্কতা ছিল। তারওপর নাশকতা হামলার সতর্কবার্তা আসায়, তা আরও জোরদার করা হয়েছে।
সম্প্রতি, উত্তর লন্ডনের ফিন্সবুরি পার্কের মসজিদ ফেরত মানুষদের ওপর বেপরোয়াভাবে গাড়ি চালিয়ে দেয় এক ব্যক্তি। ঘটনায় ১১ জন আহত হন। ইন্টেলিজেন্স ব্যুরোর খবর অনুযায়ী, জনবহুল জায়গায় লন্ডন-হামলার মতো ছক কষছে জঙ্গিরা। ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে বা বিস্ফোরণ ঘটিয়ে দেশের নিরাপত্তার পরিস্থিতির ওপর প্রশ্নচিহ্ন তুলতে চাইছে তারা।
রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা হল কনট প্লেস। এদিন যোগ দিবসে অংশ নেওয়ার জন্য সেখানে দিল্লি মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল, কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু, এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী রামনাথ কোবিন্দ সহ বহু ভিভিআইপি-র সমাগম হয়েছিল। প্রায় ১০ হাজার মানুষ সেখানে উপস্থিত ছিলেন।
আইবি সূত্রের খবর, এসব কারণে এই জায়গাকেই টার্গেট করেছে জঙ্গিরা। একে রামজান মাস চলছে। তারওপর এদিন ছিল বিশ্ব যোগ দিবস। ফলে, সব মিলিয়ে এই ধরনের পরিস্থিতিকেই পছন্দ করে থাকে জঙ্গিরা।
আইবি সতর্কবার্তা আসার পরই, কার্যত দূর্গে পরিণত হয় কনট প্লেস। চারদিকে ব্যারিকেড বসিয়ে সম্পূর্ণ যান নিয়ন্ত্রণ করা হয়। কনট প্লেসের আটটি রেডিয়াল রয়েছে। সেখানে বাস বা ভারী যানের প্রবেশ এদিন নিষিদ্ধ করে দেওয়া হয়। শুধুমাত্র পথচারীদের ক্ষেত্রে যাওয়ার অনুমতি দেওয়া হয়।
পাশাপাশি, গোটা এলাকায় ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা বলবৎ করা হয়। দিল্লি পুলিশের এক শীর্ষ আধিকারিক জানান, বিভিন্ন বিল্ডিংয়ের মাথায় স্নাইপার মোতায়েন করা হয়েছে। সেখান থেকে গোটা এলাকার ওপর তীক্ষ্ণ নজর রাখা হচ্ছে।
এর আগে গত মে মাসেও দিল্লিজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছিল। সেই সময় গোয়েন্দারা জানিয়েছিল, অন্তত ২০-২১ জন লস্কর-ই-তৈবা জঙ্গি ভারতে প্রবেশ করেছে। তারা বিভিন্ন জায়গায় হামলা চালাতে পারে বলেও সতর্ক করা হয়েছিল কেন্দ্রীয় রিপোর্টে।
তারপরই, দিল্লির বিভিন্ন ধর্মীয়, দ্রষ্টব্য ও জনবহুল স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছিল। গত এপ্রিল মাসে সুইডেনেক স্টকহোমে একটি ট্রাককে হাইজ্যাক করে একটি ডিপার্টমেন্টাল স্টোরে জঙ্গিরা ঢুকিয়ে দিলে চারজন মারা যান, আহত হন অন্তত ১৫ জন।