এক্সপ্লোর
Advertisement
দিল্লিতে ভাইঝিকে মদ মেশানো পানীয় খাইয়ে প্রেমিককে দিয়ে ধর্ষণ করাল পিসি
নয়াদিল্লি: কাঠুয়া-উন্নাওকাণ্ডের জেরে যখন পকসো আইনে পরিবর্তন আনল কেন্দ্র। যেদিন সেই নতুন অর্ডিন্যান্সে অনুমোদন দিলেন রাষ্ট্রপতি, সেদিনই দিল্লিতে নিজের পিসির চক্রান্তে ধর্ষিতা হল এক কিশোরী।
১৩ বছরের কিশোরী ও তার বাবাকে দেখভাল করত অভিযুক্ত মহিলা। মেয়েটির মা, তাকে ও তার বাবাকে ছেড়ে চলে যায়। ঘটনার দিন, ওই মহিলা মেয়েটিকে নিজের বাড়ি নিয়ে যায়। তারপর সেখান থেকে একটি জঙ্গল এলাকায় নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই মিনি ট্রাকের মধ্যে অপেক্ষা করছিল মহিলার প্রেমিক। তারপর কোল্ড ড্রিঙ্কের মধ্যে মদ মিশিয়ে মেয়েটিকে জোর করে খাওয়ানো হয়। সূত্রের খবর, সেই সময় ওখানে বসে মদ্যপান করে দুই অভিযুক্তও। এরপর মেয়েটি অজ্ঞান হয়ে গেলে তাকে ধর্ষণ করে মহিলার প্রেমিক। পুরো ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল মেয়েটির পিসি।
পুলিশ সূত্রে খবর, মেয়েটিকে বাড়িতে এসে যন্ত্রণায় কাতরাতে দেখে ও রক্ত বের হতে দেখে, মেয়েটির বাবা ডাক্তারের কাছে নিয়ে যান। সেখানেই চিকিৎসকরা মেয়েটিকে পরীক্ষা করে জানায়, তার ওপর ধর্ষণ হয়েছে। ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, পুরো ঘটনাটিই পূর্ব-পরিকল্পিত।
মহিলা ও তার প্রেমিকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৩২৮, ৫০৬ ও ১২০ বি ধারায় মামলা রুজু হয়েছে। এদিকে ধর্ষণে দোষী সাব্যস্তদের কঠিন সাজা দিতে বদ্ধপরিকর কেন্দ্র। সেই মর্মে গত শনিবার এক অর্ডিন্যান্সেও অনুমোদন করে কেন্দ্রীয় মন্ত্রিসভা। তাতে সায়ও দিয়েছেন রাষ্ট্রপতি। কিন্তু সেই পরিবর্তনের পরও দেশে ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনা ঘটেই চলায় উদ্বিগ্ন সকলে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
Advertisement