এক্সপ্লোর
দিল্লিতে নবম শ্রেণির পড়ুয়াকে পিটিয়ে 'খুন'

নয়াদিল্লি: দিল্লিতে নবম শ্রেণির এক পড়ুয়াকে পিটিয়ে খুনের অভিযোগ। পূর্ব দিল্লির অশোক নগর এলাকার ঘটনা। রজত নামে ওই পড়ুয়া সলবান পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র। তার বাবা বহুজাতিক সংস্থার জেনারেল ম্যানেজার। ঘটনার সময় টিউশন পড়ে তিন বন্ধুর সঙ্গে বাড়ি ফিরছিল সে। অভিযোগ, ময়ূর বিহারের কাছে একটি পানের দোকানের সামনে কয়েকজনের সঙ্গে তাদের বচসা হয়। এরপরেই ওই ছাত্র ও তার বন্ধুদের পাশের পার্কে টেনে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয়। বন্ধুরা পালিয়ে গেলেও গুরুতর জখম হয় রজত। লাল বাহাদুর শাস্ত্রী হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাকে মৃত বলে ঘোষণা করে ডাক্তাররা। রজতের বাবা উন্নিকৃষণ জানিয়েছেন, কী নিয়ে দুষ্কৃতীদের সঙ্গে বচসা হয়েছিল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় খুনের মামলা রুজু হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















