এক্সপ্লোর
Advertisement
করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন, দেশের প্রথম মহিলা হিসাবে প্লাজমা ডোনেট করলেন দিল্লির রোহিণী
রোহিণীর ভাইও বলেন, আমিও দিদির সঙ্গে গিয়ে প্লাজমা ডোনেট করে এসেছি। এটা একটা নির্ঝঞ্জাট প্রক্রিয়া। মিনিট ৪৫ সময় লাগে। দেশের মানুষকে বাঁচাতে এটা আমাদের করতেই হবে।
নয়াদিল্লি: দেশের প্রথম মহিলা প্লাজমা দানকারী হিসেবে গতকাল প্লাজমা ডোনেট করেছেন উত্তর-পশ্চিম দিল্লির বাসিন্দা রোহিণী কোহলি। সাংবাদিকতার ছাত্রী, বছর কুড়ির রোহিণীর শরীরে গত ৩০মে করোনা পজিটিভ ধরা পড়ে। আর তাঁর ভাইয়ের শরীরে ধরা পড়ে গত ২৫মে।
সেরে উঠে দিদি-ভাই উভয়েই ইনন্সিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সেস-এ দেশের প্রথম প্লাজমা ব্যাঙ্কে নিজেদের প্লাজমা দান করেন। করোনা পজিটিভ ধরার পড়ার পর যাঁরা সুস্থ হয়েছেন, তাঁদের প্লাজমা সংগ্রহ করে তা অন্য আক্রান্ত ব্যক্তিদের সারিয়ে তোলার জন্য সংরক্ষিত করা হচ্ছে ওই ইনস্টিটিউটে।
রোহিণী বলেন, আমি চিকিৎসকদের থেকে জেনেছি করোনা আক্রান্ত হওয়ার পর যাঁরা আমার মতো সুস্থ হতে পেরেছেন তাঁদের অ্যান্টিবডি অত্যন্ত শক্তিশালী। এই অ্যান্টিবডি অন্য রোগীকে দিতে পারলে তা রোগ সারাতে অনেকখানি সাহায্য করবে। তাই আমার আবেদন যাঁরা সুস্থ হতে পেরেছেন তাঁরা বিনা দ্বিধায় প্লাজমা দান করুন। দেশে আক্রান্ত অন্য মানুষগুলোকে সুস্থ করতে পারলে তার চেয়ে বড় সফলতা আর কীই হতে পারে?
রোহিণীর ভাইও বলেন, আমিও দিদির সঙ্গে গিয়ে প্লাজমা ডোনেট করে এসেছি। এটা একটা নির্ঝঞ্জাট প্রক্রিয়া। মিনিট ৪৫ সময় লাগে। দেশের মানুষকে বাঁচাতে এটা আমাদের করতেই হবে। আমি আমার কয়েকজন বন্ধুকে ইতিমধ্যেই রাজি করিয়েছি। অন্যরাও করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement