এক্সপ্লোর
নোট বাতিলে মার খেয়েছে ব্যবসা: টাটা স্টিল

জামশেদপুর: নোট বাতিলের জেরে ব্যবসা মার খেয়েছে বলে মন্তব্য করল বেসরকারি ইস্পাত কোম্পানি টাটা স্টিল। যদিও কোম্পানি আস্থা প্রকাশ করে বলেছে, পরিস্থিতির দ্রুত উন্নতি হবে। কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর (ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়া) টি ভি নরেন্দ্রন বলেছেন, কোম্পানির পারফরম্যান্সে নোট বাতিলের প্রভাব পড়েছে। কিন্তু এই প্রভাব সাময়িক। নরেন্দ্রন বলেছেন, নোট বাতিলের প্রভাব সত্ত্বেও জামশেদপুর ও কলিঙ্গনগর কারখানায় উত্পাদন স্বাভাবিক রয়েছে। নগদ-নির্ভর গ্রামীন এলাকায় নোট বাতিলের প্রভাব সম্পর্কে জিজ্ঞাসা করা হলে নরেন্দ্রন বলেছেন, এক্ষেত্রে সমস্যার দ্রুত সমাধানের চেষ্টা চলছে।নগদহীন লেনদেনের ক্ষেত্রে সরকারি উদ্যোগে সহায়তা করতে টাটা স্টিল গ্রামীন এলাকায় ১০,০০০ পিওএস, ক্রেডিট ও ডেবিট কার্ড সোয়াইপ মেশিন বসানোর পরিকল্পনা নিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















