এক্সপ্লোর
নোট বাতিল, জিএসটি ভারতীয় অর্থনীতি, কর্মসংস্থানের বিরাট ক্ষতি করেছে, তোপ রাহুলের

মাইসুরু: বিমুদ্রাকরণ, জিএসটির বিরুদ্ধে জেহাদ বহাল রেখে দুটি সিদ্ধান্তই ভারতীয় অর্থনীতি ও কর্মসংস্থানের বিরাট ক্ষতি করেছে বলে অভিযোগ করলেন রাহুল গাঁধী।
২ দিনের মাইসুরু সফরে কংগ্রেস সভাপতি মেয়েদের স্থানীয় কলেজের পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতায় বলেন, নোট বাতিল একটা বড় ভুল, তা করা উচিতই হয়নি বলে মনে হয়। নোট বাতিল, জিএসটির ফলে ভারতীয় অর্থনীতি, কর্মসংস্থান বড় মার খেয়েছে।যেভাবে নোট বাতিল কার্যকর হয়েছে, তা মেনে নেওয়ায় আমার সমস্যা আছে। রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর, সরকারের মুখ্য আর্থিক উপদেষ্টা, অর্থমন্ত্রী, এঁদের কেউই এ সম্পর্কে কিছু জানতেন না। চিদম্বরমকে যখন বললাম, উনি নোট বাতিলকে পাগলামো বলেন। জিএসটির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়ে রাহুল বলেন, এটা আদতে কংগ্রেসের ভাবনা। কিন্তু জিএসটি একের বদলে পাঁচ রকমের করের বিলে বদলে গিয়েছে। চিন্তাভাবনারই পার্থক্য আছে।
কংগ্রেস ২৮ শতাংশ কর স্ল্যাবের বিরোধী, তা বাতিল হোক চায় বলে জানান রাহুল। কংগ্রেস ক্ষমতায় এসে নতুন জিএসটি চালু করবে বলেও ঘোষণা করেন তিনি।
কয়েক হাজার কোটি টাকার পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) প্রতারণা মামলা সম্পর্কে কংগ্রেস সভাপতি বলেন, নীরব মোদী ব্যাঙ্ক থেকে ২২০০০ কোটি টাকা নিয়ে পালিয়ে গেলেন। আপনাদের মতো মেয়েদের ২২০০০ কোটি দেওয়া হলে কতগুলো ব্যাবসা তৈরি হতে পারত, ভাবতে পারছেন? রাহুল এও বলেন, অর্থনৈতিক শক্তি হিসাবে ভালই বৃদ্ধি হচ্ছে আমাদের। কিন্তু কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে না, কারণ যাদের দক্ষতা আছে, তারা আর্থিক সহায়তা পাচ্ছে না। সমস্যা হল, বিরাট অঙ্কের টাকা ১৫-২০টা লোকের হাতে চলে গিয়েছে।
এদিন রাহুল মাইসুরুর বিখ্যাত চামুন্ডেশ্বরী মন্দিরে পুজো দেন। তাঁর সঙ্গে ছিলেন কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।
সামনেই ২২৪ আসনের কর্নাটক বিধানসভা নির্বাচন। সেই উপলক্ষ্যে কংগ্রেস, বিজেপি দুই শিবিরের শীর্ষ নেতাদের রাজ্যে আনাগোনা বেড়ে গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
POWERED BY
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
আইপিএল
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
Advertisement
