এক্সপ্লোর
Advertisement
কেন আগেই মুক্তি সঞ্জয়কে, জানতে চেয়ে তথ্য আইনে আবেদন খারিজ, পুণের স্টেট ইনফর্মেশন কমিশনারকে চিঠি রাজীব হত্যায় দোষীর
নয়াদিল্লি:১৯৯৯ সালে মুম্বই বিস্ফোরণের অস্ত্র সংক্রান্ত মামলায় ৫ বছরের জেল হলেও মেয়াদ পূর্ণ হওয়ার আট মাস আগেই সঞ্জয় দত্ত ছাড়া পেয়ে যাওয়ায় রাজীব গাঁধী হত্যায় দোষী সাব্যস্ত এ জি পেরারিভালান তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) পুণের ইয়েরওয়াড়া জেল কর্তৃপক্ষকে চিঠি লিখে জানতে চেয়েছিলেন কী কারণে বলিউড হিরোর সাজা কমানো হল। রাজীব হত্যা মামলায় প্রায় ২৫ বছর তামিলনাড়ুর ভেলোর সেন্ট্রাল জেলে কাটিয়ে ফেলা পেরারিভালান মুন্নাভাইয়ের সাজা মকুব সংক্রান্ত যাবতীয় নথি চেয়েছিলেন। কিন্তু আরটিআই আইনে তৃতীয় ব্যক্তি সম্পর্কে নথি দেওয়ার নিয়ম নেই, এই কারণ দেখিয়ে পেরারিভালানের আবেদন খারিজ করে দেন ইয়েরওয়াড়া জেলের পাবলিক ইনফর্মেশন অফিসার (পিআইও)। তিনি ফের আবেদন করলেও নাকচ হয়ে যায়।
বাধ্য হয়ে এবার পুণের স্টেট ইনফর্মেশন কমিশনার রবীন্দ্র যাদবকে চিঠি দিয়েছেন পেরারিভালান। সূত্রের খবর, সেই চিঠিতে সঞ্জয় দত্তের আগাম মুক্তি সংক্রান্ত তথ্য-নথি জানতে চাওয়ার আবেদন খারিজ হওয়ায় ক্ষোভ জানিয়েছেন তিনি। পেরারিভালানের অভিযোগ, পুণের জেলের তথ্য কমিশনার সঞ্জয়ের মেয়াদ শেষের আগেই রেহাই পাওয়ার পিছনে থাকা প্রভাবশালী লোকজনকে আড়াল করতে চেয়েছেন বলেই তাঁর আবেদন বাতিল করেছেন।
গত বছরের মার্চে দেওয়া আরটিআই আবেদনে পেরারিভালান জানিয়েছিলেন, তিনি এপর্যন্ত একবারও প্যারোল বা ফরলোয় ছাড়া পাননি।
মহারাষ্ট্র সরকার বা ইয়েড়ওয়াড়া জেল কর্তৃপক্ষ ও কেন্দ্রের সরকারের মধ্যে যেসব চিঠি চালাচালি হয়েছিল, যার জেরে সঞ্জয় রেহাই পান, সেই চিঠির রেকর্ডও দেখতে চেয়েছিলেন পেরারিভালান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
বিজ্ঞান
Advertisement