উন্নয়নই হিংসার জবাব, ছত্তিশগড়ে মাওবাদীদের বার্তা মোদীর
ভিলাই (ছত্তিশগড়): উন্নয়নই হল সব হিংসার একমাত্র জবাব। ছত্তিশগড়ে গিয়ে নাম না করে মাওবাদীদের উদ্দেশ্যে বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
বৃহস্পতিবার, ছত্তিশগড়ে ২২ হাজার কোটি টাকা মূল্যের উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি জানান, তাঁর সরকার বিশ্বাসের পরিবেশ সৃষ্টি করতে চাইছে।
চলতি বছরের শেষদিকে, ছত্তিশগড়ে বিধানসভা নির্বাচন হতে চলেছে। এদিন বক্তব্য রাখতে গিয়ে বিজেপি শাসিত কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন সাফল্যের খতিয়ান তুলে ধরেন মোদী।
প্রধানমন্ত্রী বলেন, আমি মনে করি, উন্নয়নই হল যে কোনও প্রকারের হিংসা ও ষড়যন্ত্রের একমাত্র জবাব। উন্নয়ন থেকে যে আস্থা জন্মায়, তা যে কোনও ধরনের হিংসাকে ধ্বংস করে দেয়।
তাঁর এই মন্তব্য তাৎপর্যপূর্ণ, কারণ, বিগত বহু বছর ধরে ছত্তিশগড়ে মাওবাদী সমস্যা মাথাচাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সময়ে মাওবাদী হামলায় প্রাণ হারিয়েছেন বহু নিরাপত্তাকর্মী।
বিশ্বাসের পরিবেশ নিয়ে কথা বলতে গিয়ে মোদী জানান, খনিজ পদার্থ সহ প্রাকৃতিক সম্পদ থেকে প্রাপ্ত অর্থের একটি অংশ স্থানীয়দের উন্নয়নে ব্যয় করতে প্রতিশ্রুতিবদ্ধ কেন্দ্রীয় সরকার।
https://twitter.com/BJP4India/status/1007175294560583680তিনি স্মরণ করিয়ে দেন, হাসপাতাল, স্কুল, সড়ক ও শৌচাগার নির্মাণের জন্য কেন্দ্রের থেকে ছত্তিশগড় অতিরিক্ত ৩ হাজার কোটি টাকা পেয়েছে। পাশাপাশি, রাজ্যের উপজাতি ও অন্যান্য পিছিয়ে পড়া শ্রেণিভুক্তদের আয় বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্র।
এদিন একাধিক প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। তালিকায় রয়েছে—জগদলপুর ও রায়পুরের মধ্যে বিমান-পরিষেবা। তিনি জানান, তাঁর লক্ষ্য— হাওয়াই চপ্পল পরা মানুষও যাতে হাওয়াই-জাহাজ (বিমানে) উঠতে পারেন।
মোদী জানান, কেন্দ্রের ‘উড়ান’ প্রকল্পের উদ্দেশ্য হল দেশের বিভিন্ন ছোট ছোট শহরে বিমান পরিষেবা চালু করা। এই প্রসঙ্গে তিনি ইউপিএ সরকারকে কটাক্ষ করেন। বলেন, এখন কেন্দ্র সেই সব এলাকায় বিমানবন্দর তৈরি করছে, যেখানে আগের সরকার রাস্তা পর্যন্ত ঠিকমতো করেনি।
তাঁর আরও দাবি, বরাবর ছত্তিশগড়কে অবজ্ঞা করেছে ইউপিএ সরকার। দীর্ঘদিন ধরেই রাজ্যে আইআইটি-র দাবি উঠছিল। কিন্তু, আগের সরকার তাতে আমল দেয়নি। পালাবদলের পর ভিলাই আইআইটি-কে সবুজ সঙ্কেত দেওয়া হয়।
এদিন ছত্তিশগড় সরকার আয়োজিত মাসব্যাপী বিকাশ যাত্রার জনসভায় বক্তব্য রাখেন মোদী। সেখানে তিনি বলেন, আগে ছত্তিশগড়কে মানুষ বন-জঙ্গল ও উপজাতিদের জন্য চিনত। এখন স্মার্ট-সিটি-র জন্য চেনে।
বস্তার প্রসঙ্গে তিনি বলেন, আগে ওখানে শুধু বন্দুক ও বম্বের রাজত্ব ছিল। এখন বিমানবন্দর তৈরি হল। পাশাপাশি, নতুন বর্ধিত ও আধুনিক ভিলাই স্টিল প্লান্ট দেশের উদ্দেশ্য উৎসর্গ করেন মোদী। বলেন, স্বাধীনতা ইস্তক, দেশে রেললাইনের জন্য ট্র্যাক সরবরাহ করেছে ভিলাই।