এক্সপ্লোর
বাদামি চামড়া নিয়ে আমি গর্বিত, বিপ্লব দেবকে পাল্টা ডায়না
নয়াদিল্লি: সৌন্দর্য নিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের মন্তব্যের পাল্টা জবাব দিলেন প্রাক্তন মিস ওয়ার্ল্ড ডায়না হেডেন। তিনি বলেছেন, ‘সৌন্দর্য বৃদ্ধির জন্য ক্রিম মাখা আমার আদর্শের বিরোধী। ভারতীয়দের চামড়ার রং বাদামি। আমাদের এর জন্য গর্বিত হওয়া উচিত। সারা বিশ্বে এর কদর করা হচ্ছে। তাই আমাদেরও এর কদর করতে শেখা উচিত। তিনি (বিপ্লব দেব) আমার সঙ্গে অ্যাশের তুলনা করছেন। তাই আমাদের চামড়ার রঙের পার্থক্য তাঁর মাথায় আছে। তিনি প্রিয়ঙ্কা (চোপড়া) বা বর্তমানে মিস ওয়ার্ল্ড খেতাবের অধিকারী মানুষীর (ছিল্লর) সঙ্গে আমার তুলনা করছেন না। কারণ, আমাদের চামড়ার রং বাদামি। এর জন্য আমি গর্বিত। তাঁর লজ্জিত হওয়া উচিত।’
ত্রিপুরার মুখ্যমন্ত্রী ন’য়ের দশকে একাধিক ভারতীয় মহিলার মিস ইউনিভার্স ও মিস ওয়ার্ল্ড হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর দাবি, বিভিন্ন বহুজাতিক সংস্থা ভারতের বাজার ধরার জন্যই এদেশের মহিলাদের পুরস্কার দিয়েছিল। সেই কারণেই ডায়না মিস ওয়ার্ল্ড হন। তিনি এই পুরস্কার জেতার যোগ্য ছিলেন না। অপর এক মিস ওয়ার্ল্ড ঐশ্বর্য রাইকে অবশ্য আদর্শ ভারতীয় নারী বলে উল্লেখ করেন বিপ্লব।
ত্রিপুরার মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডায়না আরও বলেছেন, ‘আমার মিস ওয়ার্ল্ড খেতাব জেতা নিয়ে তীব্র আপত্তি জানানো হচ্ছে। ভারতের বাদামি চামড়ার একজন মহিলা বিশ্বের সবচেয়ে বড় ও মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার পরেও সাধুবাদ পাওয়ার বদলে সমালোচিত হচ্ছেন। এটা দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা। এতে আমি আহত। আমার দুঃখ হচ্ছে যে বাদামি চামড়ার জন্য আমাকে লড়াই করতে হচ্ছে। আমাদের সমাজে চামড়ার রং সাদা হলে তবেই সম্মান পাওয়া যায়। এই ধারণার ফলে মেয়েদের আত্মবিশ্বাস ধাক্কা খায়।’
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement