এআইডিএমকে-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, ভেল্লোরে জিতল ডিএমকে
৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি আসনেই জয় পেল বিজেপি বিরোধী হিসেবে পরিচিত এমকে স্তালিনের দল ডিএমকে।
![এআইডিএমকে-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, ভেল্লোরে জিতল ডিএমকে DMK won Vellore Lok Sabha seat in Tamil Nadu এআইডিএমকে-র সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই, ভেল্লোরে জিতল ডিএমকে](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2019/08/09182523/DMK.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভেল্লোর: তামিলনাড়ুতে স্তালিনদের জয়ের ধারা অব্যাহত। ভেল্লোরের লোকসভা কেন্দ্রের উপ-নির্বাচনেও এআইডিএমকে-র হার। জিতল ডিএমকে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে এআইডিএমকে প্রার্থী এসি সম্মুগমকে ৮ হাজার ১৪১ ভোটে হারিয়ে তামিলনাড়ুর আরও একটি লোকসভা কেন্দ্র নিজেদের দখলে করল করুণানিধির দল। ৪ লাখ ৮৫ হাজার ৩৪০ ভোট পেয়ে জিতলেন ডিএমকে প্রার্থী কাথির আনন্দ। যার ফলে মোট ৩৯টি লোকসভা আসনের মধ্যে ৩৮টি আসনেই জয় পেল বিজেপি বিরোধী হিসেবে পরিচিত এমকে স্তালিনের দল ডিএমকে।
উল্লেখ্য, ২০১৪ সালে এই কেন্দ্রে জয়ী হয়েছিল এআইডিএমকে। সেবার এই কেন্দ্রে কোনও প্রার্থীই দেয়নি ডিএমকে। তবে এবার সংখ্যালঘু নির্ভর (মুসলিম ২১ শতাংশ, ৯ শতাংশ খ্রিস্টান, ২০ শতাংশ দলিত) ভেল্লোরে ৪৭.৩০ ভোট পেয়ে জয়ী হল তারা। ৪৬.৫১ শতাংশ ভোট পেয়েছে এআইডিএমকে।
প্রসঙ্গত, সপ্তদশ লোকসভা নির্বাচনের আগে এই কেন্দ্র থেকে বিপুল পরিমাণ অর্থ বাজেয়াপ্ত হয়েছিল। যার ফলে ভোল্লোরে ভোট বাতিল করে জাতীয় নির্বাচন কমিশন। সেই নির্বাচন হয় চলতি মাসে, যার ফল প্রকাশিত হল শুক্রবার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)