এক্সপ্লোর
Advertisement
স্ত্রীর নুমনা পরিচারিকার নামে পরীক্ষার জন্য পাঠালেন চিকিত্সক! করোনায় আক্রান্ত পরিবারের চারজনই
নিজের স্ত্রী-র কোভিড টেস্ট করার জন্য বাড়ির এক পরিচারিকার নামে নমুনা পাঠালেন এক সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়। ওই বাড়িতে চিকিৎসক নিজে তো বটেই পরিবারের আরও তিন জন সদস্যের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে।
ভোপাল: নিজের স্ত্রী-র কোভিড টেস্ট করার জন্য বাড়ির এক পরিচারিকার নামে নমুনা পাঠালেন এক সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক। চমকে দেওয়ার মতো এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের সিংগ্রাউলি জেলায়। ওই বাড়িতে চিকিৎসক নিজে তো বটেই পরিবারের আরও তিন জন সদস্যের করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ এসেছে। দিনের পর দিন কেন তিনি কাজে যাচ্ছেন না তার যুক্তি খাড়া করতেই চিকিৎসক এমনটা করেছেন বলে মনে করা হচ্ছে। বাড়ির পরিচারিকা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে, এ জন্য তিনি নিজেকে হোম করেন্টাইনে রেখেছেন, এই যুক্তিই তিনি সম্ভবত খাড়া করতে চেয়েছিলেন। পাশাপাশি চেয়েছিলেন নিজের এবং পরিবারের অন্যান্যদের করোনায় আক্রান্ত হওয়ার বিষয়টি গোপন করতে।
পরিচারিকার নামে জমা পড়া নমুনা পজিটিভ হওয়ায় স্থানীয় প্রশাসনের কয়েকজন ওই চিকিৎসকের বাড়ি দেখা করতে আসেন।পরিচারিকা জানান তিনি কোনও নমুনাই পাঠাননি। তখনই বিষয়টি সকলে বুঝতে পারেন। পরিচারিকা এটাও ফাঁস করে দেন যে ওই চিকিৎসক ও তাঁর পরিবার জুনের শেষে সপরিবারে উত্তরপ্রদেশের বালিয়ায় একটি বিয়েবাড়ি থেকে ঘুরে এসেছেন। চিকিৎসক শুধু নিজের ট্রাভেল হিস্ট্রিই গোপন করেননি, শরীরে রোগ নিয়ে খুটার হেলথ সেন্টারে চিকিৎসাও করেছেন। ফিরে আসার পর তাঁর স্ত্রীর মধ্যে করোনার উপসর্গ দেখা যায়। এজন্য তিনি তাঁর স্ত্রীর নুমনা পরীক্ষার জন্য পাঠান। তবে তা পরিচারিকার নামে পরীক্ষার জন্য পাঠিয়েছিলেন। এই সমস্ত রকম কারণেই পুলিশ চিকিৎসকের সুস্থ হওয়ার জন্য অপেক্ষা করছে। তারপরই তাঁকে গ্রেপ্তার করা হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খুঁটিনাটি
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement