ডাক্তারদের নিরাপত্তায় নতুন আইন আনতে চায় কেন্দ্র, কমিটি গঠন করল স্বাস্থ্যমন্ত্রক
ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন আইন প্রনয়নে উদ্যোগী কেন্দ্র সরকার।
নয়াদিল্লি: ডাক্তারদের নিরাপত্তা সুনিশ্চিত করতে নতুন আইন প্রনয়নে উদ্যোগী কেন্দ্র সরকার। সেকারণেই প্রাথমিক পদক্ষেপ হিসেবে ১০ জনের একটি কমিটি গঠন করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। আইন আনার আগে স্বাস্থ্য পরিষেবার নানান দিক খতিয়ে দেখবে এই কমিটি। এই কমিটিতে রয়েছেন মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া অ্যান্ড ডক্টরস অ্যাসোসিয়েশনের সদস্যরা। রয়েছেন এইমস ও আরএমএল হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্টরাও।
ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন ভারত সরকারের এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছে। সংগঠনের তরফে জানানো হয়েছে, “আইএমএ তার প্রাথমিক লড়াইয়ে জয় অর্জন করেছে। কেন্দ্র সরকার একটি অন্তর্বতীকালীন কমিটি গঠন করেছে এবং তারা আইন আনতে উদ্যোগী হয়েছে। গোটা মেডিক্যাল পরিমণ্ডলকে অভিবাদন।”
উল্লেখ্য, স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ডাক্তারদের দাবিদাওয়া নিয়ে ইতিমধ্যেই নিজের সমর্থন জানিয়েছেন। ডাক্তারদের ওপর আক্রমণের মতো অপরাধের ক্ষেত্রে জামিন অযোগ্য ধারা দেওয়ার পক্ষেও তিনি।