ইচ্ছে হলেই মানুষকে দেশপ্রেমী, দেশদ্রোহী বলা ঠিক নয়, বিজেপিকে শিবসেনা
মুম্বই: নোট বাতিল ইস্যু নিয়ে ফের কেন্দ্রকে কাঠগড়ায় তুলল অন্যতম শরিক শিবসেনা।
এনডিএ-র অন্যতম শরিক দলের প্রধান উদ্ধব ঠাকরে জানান, ৫০০ ও হাজারের নোট বাতিল করলে যদি সন্ত্রাসবাদ দমন করা সম্ভব হত, তাহলে সব দেশই তা অনুসরণ করত। বড় শরিক বিজেপির প্রতি সেনার খোঁচা, বিজেপির উচিত নয়, নিজেদের ইচ্ছেমতো কাউকে দেশপ্রেমী বা দেশদ্রোহী বলে চিহ্নিত করা।
নোট বাতিল ইস্যুতে ইতিমধ্যেই মোদী সরকারের তুলোধনা করছে বিরোধীরা। কিন্তু, কেন্দ্রকে আরও বিব্রত করছে শিবসেনার অবস্থান। গত ৮ নভেম্বর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নোট বাতিলের ঘোষণা করা পর থেকেই বিরোধীদের সুরেই কেন্দ্রের শরিক দলকে আক্রমণ করে চলেছে শিবসেনা।
ইতিমধ্যে, নোট বাতিলের বিরোধিতায় একটি প্রতিবাদ মিছিলের ডাকও দিয়েছে উদ্ধব ঠাকরের দল। শিবসেনাকে নিজেদের ক্ষোভ জানিয়েছে বিজেপি। একইসঙ্গে, তাদের বোঝানোর চেষ্টা করেছে বিজেপির শীর্ষ নেতারা।
সূত্রের খবর, উদ্ধবের সঙ্গে দফায় দফায় ফোনে কথা বলেছেন কেন্দ্রীয় মন্ত্রী অরুণ জেটলি ও বেঙ্কাইয়া নাইডু। এছাড়া, গত সপ্তাহে রাজনাথ সিংহও ফোনে কথা বলেন শিবসেনা সুপ্রিমোর সঙ্গে। কেন্দ্রীয় সিদ্ধান্তের কারণ বোঝানোর পাশাপাশি নিজেদের ক্ষোভের কথাও জানান রাজনাথ।
এমনকী, এদিন সকালে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী নিতিন গড়কড়ি গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করেন। শিবসেনার তরফে জানানো হয়েছে, মেয়ের বিয়ের আমন্ত্রণ করতে এসেছিলেন গড়কড়ি। যদিও, সূত্রের মতে, সেখানেও নোট বাতিল প্রসঙ্গে বেশ কিছুক্ষণ কথা হয়েছে দুই নেতার মধ্যে।
তবে, তাতে যে চিড়ে ভেজেনি, তার প্রমাণ মেলে দুপুরে। এদিন ফের কেন্দ্রকে আক্রমণ করে শিবসেনা। নিজের বাসভবন ‘মাতশ্রী’-তে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপির উদ্দেশ্যে উদ্ধব বলেন, যাঁরা চুপ করে লাইনে দাঁড়িয়ে রয়েছে, তাঁদের দেশপ্রেম শেখানোর কোনও প্রয়োজন নেই। তাঁদের কষ্টের টাকা দেশের সব কাজে ব্যবহৃত হচ্ছে। তাই আপনাদের উচিত নয়, নিজেদের ইচ্ছেমত তাঁদের দেশপ্রেমী বা দেশদ্রোহী তকমা দেওয়ার।
মোদী সরকারকে শিবসেনার কটাক্ষ, এর ফলে (নোট বাতিল) কেন্দ্র কোনও আসল কালো টাকা উদ্ধার করতে পারেনি। উল্টে এসব হল ক্ষুধা, মুদ্রাস্ফীতি ও কর্মসংস্থানের অভাব ইস্যু থেকে সকলের নজর ঘোরানো।