এক্সপ্লোর
Advertisement
গ্রাহকদের আঙুলে মোছা শক্ত কালি লাগাতে অর্থমন্ত্রককে নিষেধ করল নির্বাচন কমিশন
নয়াদিল্লি: টাকা বদল করতে আসা গ্রাহকদের আঙুলে কালি লাগানো হবে বলে সরকারি নির্দেশের বিরোধিতা করল নির্বাচন কমিশন। চিঠি লিখে তারা অর্থমন্ত্রককে বলেছে, সামনেই বেশ কয়েকটি রাজ্যে নানা স্তরের ভোট রয়েছে। গ্রাহকদের আঙুলে মোছা শক্ত এমন কালি লাগিয়ে দিলে তাঁরা ভোট দিয়েছেন কিনা, তা বোঝা শক্ত হবে।
শনিবার ৫টি রাজ্যে উপ নির্বাচন। সে কথা উল্লেখ করে কমিন বলেছে, কেন্দ্রর নিশ্চিত করা উচিত, নোট বদলে আসা গ্রাহকদের ভোটের সময় কোনও সমস্যা হবে না।
তবে কেন্দ্রীয় সরকার বলেছে, ব্যাঙ্ক থেকে ওই কালি লাগানো হবে শুধু ডান হাতে, বাঁ হাতে নয়। ফলে ব্যাঙ্কের লাইনে দাঁড়ানো গ্রাহকদের সঙ্গে ভোটারদের গুলিয়ে ফেলার প্রশ্ন উঠবে না। কারণ নির্বাচনের নিয়ম অনুযায়ী, ভোট কারচুপি রুখতে ভোটারদের বাঁ হাতের তর্জনীতে কালি লাগানো হয়। যে ভোটারদের বাঁ হাত নেই, তাঁদের কালি লাগানো হয় ডান হাতে।
৫০০ ও ১,০০০ টাকার নোট বাতিলের ঘোষণার পর গোয়েন্দা সংস্থাগুলির কাছ থেকে সরকার খবর পায়, বেআইনি টাকার ভার লাঘব করতে অনেকেই নির্দোষ ব্যক্তিদের একাধিক লাইনে দাঁড় করিয়ে নিজেদের কালো টাকা বদলানোর ব্যবস্থা করেছে। এরপর মঙ্গলবার তারা ঘোষণা করে, টাকা বদলাতে আসা গ্রাহকদের আঙুলে ব্যাঙ্ককর্মীরা মোছা শক্ত কালি লাগিয়ে দেবেন। ফলে এক সপ্তাহের মধ্যে ফের টাকা বদলাতে এলে সহজেই চিহ্নিত করা যাবে তাঁকে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement