হাসপাতাল থেকে ছাড়া পেলেন ইন্দ্রাণী মুখোপাধ্যায়
মুম্বই: হাসপাতাল থেকে ছাড়া পেলেন শীনা বরা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত ইন্দ্রাণী মুখোপাধ্যায়। এদিন জেজে হাসপাতাল থেকে তাঁকে ফেরত নিয়ে যাওয়া হয় বাইকুলা জেলে।
অতিরিক্ত ওষুধসেবনে অসুস্থ হওয়ার ফলে চিকিৎসার জন্য ৪৬ বছরের প্রাক্তন মিডিয়া একজিকিউটিভ ইন্দ্রাণীকে গত ৬ এপ্রিল ভর্তি করানো হয় জেজে হাসপাতালে।
হাসপাতাল সূত্রে খবর, বর্তমানে ভাল আছেন ইন্দ্রাণী। তাঁর মুত্র-নমুনার ফরেন্সিক পরীক্ষা করে দেখা যায়, তিনি অতিরিক্তমাত্রায় এমন কিছু অ্যান্টি-ডিপ্রেস্যান্ট খেয়ে ফেলেছিলেন, যা তাঁকে দেওয়া হয়নি।
এদিকে, কী করে ইন্দ্রাণী অসুস্থ হলেন এবং কীকরে তাঁর হাতে এই ওষুধ এল, তা খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে রাজ্য কারা দফতর। তদন্তে নেতৃত্ব দেবেন আইজি (কারা)।
প্রসঙ্গত, মেয়ে শীনা বরাকে হত্যার মামলায় মূল অভিযুক্ত হন আইএনএক্স মিয়িয়ার সহ-প্রতিষ্ঠাতা ইন্দ্রাণী। অভিযোগ, ২০১২ সালের এপ্রিল মাসে শীনাকে হত্যা করে মহারাষ্ট্রের রায়গড়ের জঙ্গলে ফেলে দেওয়া হয়।
এই হত্যার ঘটনায় ইন্দ্রাণীর প্রাক্তন স্বামী সঞ্জীব খন্না ও গাড়িচালক শ্যাম রাইকে গ্রেফতার করা হয়। পরে, শ্যাম রাজসাক্ষী হয়ে হন।