Vendor-Based Rail Ticket: দূরপাল্লার ট্রেনযাত্রাতেও ভেন্ডর নির্ভর টিকিট ব্যবস্থা চালু পূর্ব রেলের
জরুরি প্রয়োজনে যেতে হবে দূরে কোথাও। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো সময় ও লোকবল নেই। আবার অনলাইনে টিকিট কাটার মতো টেকস্যাভিও নন! তাহলে কী করবেন?
কলকাতা: জরুরি প্রয়োজনে যেতে হবে দূরে কোথাও। কিন্তু লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার মতো সময় ও লোকবল নেই। আবার অনলাইনে টিকিট কাটার মতো টেকস্যাভিও নন!
তাহলে কী করবেন? চিন্তা নেই, আপনার কথা ভেবেই দূরপাল্লার ট্রেনযাত্রাতেও ভেন্ডর নির্ভর টিকিট ব্যবস্থা চালু করল পূর্ব রেল।
পূর্ব রেল সূত্রে খবর, সারা রাজ্যে প্রাথমিক ভাবে ৩টি ফ্র্যাঞ্চাইজিকে ভেন্ডরশিপের অনুমোদন দেওয়া হয়েছে। হাওড়া এবং শিয়ালদা স্টেশনের বাইরে ভেন্ডর স্টল থেকে এতদিন পর্যন্ত শুধু লোকাল ট্রেনের টিকিট মিলত।
এবার থেকে দূরপাল্লার ট্রেনের টিকিটের জন্যও থাকছে আলাদা ভেন্ডর। এমনই এক টিকিট ভেন্ডর তথা ব্যবসায়ী জানালেন, সামান্য পয়সা বেশি দিয়ে টিকিট কাটতে পারবে শান্ত মনে। এটা খুব সুবিধা হবে। বড় গ্রুপ, ট্রাভেল কোম্পানি, বিয়েবাড়ি ... চেষ্টা করা হবে একই বগিতে করে দেওয়ার। তাঁদের খুব সুবিধা হবে।
তবে ভেন্ডরদের কাছ থেকে টিকিট কিনতে হলে, গুনতে হবে বাড়তি টাকা। পূর্ব রেল অনুমোদিত ভেন্ডর সূত্রে খবর, সাধারণ সংরক্ষিত কামরা এবং স্লিপার ক্লাসের টিকিটে যাত্রীপিছু ২০ টাকা বেশি দিতে হবে।
এসি ফার্স্ট ক্লাস, এসি থ্রি টিয়ার, এসি টু টিয়ার এবং এসি চেয়ারকারে যাত্রীপিছু টিকিটে ৩০ টাকা করে বেশি দিতে হবে।
রেলসূত্রে খবর, দূরপাল্লার ট্রেনের টিকিট বিক্রিতে রাজ্যের তিন ভেন্ডর কীরকম সাড়া পাচ্ছেন, তার ভিত্তিতেই আগামী দিনে পরিষেবা বাড়ানোর বিষয়টি ভাবনাচিন্তা করা হবে।