WB News: ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি, ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ
ABP Ananda Live: ভর সন্ধ্যায় বাগমারিতে বোমাবাজি। মঙ্গলবার স্থানীয় ক্লাবের কাছে একটি নির্মীয়মাণ বাড়ির নিচে বসেছিলেন ২ যুবক। অভিযোগ রাত সাড়ে ৮টা নাগাদ পাশের পাড়ার বেশ কয়েকজন বাসিন্দা সেখানে আসেন। পুরনো কোনও বিষয় নিয়ে তর্কাতর্কি শুরু হয় দুপক্ষের। বচসা থেকে উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ পাশের পাড়ার বাসিন্দারা ৩টি বোমা ছোড়ে। লাঠি দিয়েও হামলা চালানো হয় বলে অভিযোগ। মাথা ফাটে এক স্থানীয় যুবকের। এলাকাবাসী রাস্তায় বেরোলে চম্পট দেয় হামলাকারীরা। ঘটনায় ২ জনকে আটক করেছে মানিকতলা থানার পুলিশ। এলাকায় রয়েছে পুলিশি পাহারা।
আরও খবর, ১৬তম অর্থ কমিশনের বৈঠকে ফের কেন্দ্রীয় সরকারের বঞ্চনা নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী। রাজ্যের বকেয়া পাওনার দাবিতে সুর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। নিয়ম অনুযায়ী রাজ্য সরকারের থেকে ট্যাক্স বাবদ যে টাকা কেন্দ্রীয় সরকার নেয়, তার ৪১% পায় রাজ্য। এবার তা ৫০ শতাংশ করার প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।