এক্সপ্লোর
উত্তরপ্রদেশের ২৫ প্রার্থীর তিন বছর ভোটে লড়া নিষিদ্ধ

মুজফফরনগর: উত্তরপ্রদেশে ২০১২ সালের বিধানসভা নির্বাচনের ২৫ জন প্রার্থীর আগামী ৩ বছর নির্বাচনে লড়াই করার উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। নির্বাচনী খরচের তালিকা জমা দিতে না পারাতেই এই নিষেধাজ্ঞা বলে জানা গিয়েছে। নির্বাচন কমিশনের আধিকারিক রঞ্জিৎ সরোজ বলেছেন, সচিব অনুজ জয়পুরিয়ার নির্দেশেই ২৫ জন প্রার্থীর উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। যাঁরা গত বিধানসভা নির্বাচনে খরচের হিসেব দিতে পারেননি, তাঁরা আগামী ৩ বছরের মধ্যে বিধানসভা ও লোকসভা নির্বাচনে প্রার্থী হতে পারবেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















