ইভিএম কারচুপি: আগামীকাল ‘চ্যালেঞ্জ’ ঘোষণা করবে নির্বাচন কমিশন
নয়াদিল্লি: ইলেক্ট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম কারচুপি নিয়ে বিরোধীদের দাবিকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত নির্বাচন কমিশন। কোন দল কবে সেই চ্যালেঞ্জ নিতে পারবে, তা ঘোষণা হবে শনিবার।
গত ১২ তারিখ সর্বদন বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার নসীম জাইদি দাবি করেন, বিরোধীরা ইভিএম কারচুপি নিয়ে যে অভিযোগ করছে, তা তাদের প্রমাণ সাপেক্ষ। এর জন্য সদ্য বিধানসভা নির্বাচনে কমিশন যে ইভিএম ব্যবহার করেছে, তাতে কারচুপি কীভাবে করা সম্ভব তা করে দেখানোর সুযোগও দেওয়া হবে।
প্রসঙ্গত, এই প্রথমবার নয়। এর আগেও ২০০৯ সালে কমিশন একইধরনের প্রস্তাবগ্রহণ নিয়েছিল। যেখানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ইভিএমে কারচুপি করে দেখানোর সুযোগ দেওয়া হয়। বলাই বাহুল্য, কেউ তা প্রমাণ করতে পারেনি।
জানা গিয়েছে, আগামীকাল বিজ্ঞান ভবনে ইভিএম ও ভিভিপ্যাট-এর ব্যবহার দেখাবে কমিশন। তারপর বিভিন্ন রাজনৈতিক দলের কাছে দেওয়া হবে কারচুপি প্রমাণ করার সুযোগ।
সর্বদল বৈঠকে বিজেপি, বাম, এডিএমকে, ডিএমকে ও জেডিইউ সহ অধিকাংশ রাজনৈতিক দল মত প্রকাশ করে যে, যদি কমিশন প্রত্যেক ইভিএমের সঙ্গে ভিভিপ্যাট ব্যবহার করে, তাহলে, তাদের কোনও সমস্যা নেই।
যদিও, তৃণমূল কংগ্রেস, বিএসপি ও আম আদমি পার্টি আবার জানায়, ইভিএম আদতেই বিশ্বাসযোগ্য নয়। তারা ব্যালট পেপারে ফিরে যাওয়ারও প্রস্তাব দেয় কমিশনকে।