এক্সপ্লোর
ফেমা আইন লঙ্ঘন করায় কার্তি চিদম্বরমকে ইডি-র নোটিস
নয়াদিল্লি: ফেমা আইন লঙ্ঘন করার অভিযোগে প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের পুত্র কার্তি চিদম্বরমকে নোটিস দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তাঁর সঙ্গে যুক্ত একটি সংস্থাকেও নোটিস দেওয়া হয়েছে। তদন্তকারীদের দাবি, প্রায় ৪৫ কোটি টাকা ফাঁকি দিয়েছেন কার্তি ও মেসার্স অ্যাডভান্টেজ স্ট্র্যাটেজিক কনসাল্টিং প্রাইভেট লিমিটেড সংস্থা। মেসার্স ভাসান হেলথ কেয়ার প্রাইভেট লিমিটেড নামে আরও একটি সংস্থাও ফোরেক্স আইন লঙ্ঘন করে ২,২৬২ কোটি টাকা ফাঁকি দিয়েছে।
ইডি-র পক্ষ থেকে নোটিসে বলা হয়েছে, দু বছরেরও বেশি সময় ধরে তদন্ত করা হয়েছে। বিভিন্নভাবে ফেমা আইন লঙ্ঘন করেছে ওই দুটি সংস্থা। বিদেশি সংস্থাকে ভাসান সংস্থার শেয়ার বিক্রি করার ক্ষেত্রে আইনভঙ্গ করেছে অ্যাডভান্টেজ সংস্থা। এই বেআইনি লেনদেনে সবচেয়ে বেশি লাভবান হয়েছেন কার্তি। সেই কারণেই তাঁকে নোটিস দেওয়া হয়েছে। অ্যাডভান্টেজ সংস্থার ডিরেক্টরদেরও নোটিস দেওয়া হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
অফবিট
জেলার
বিনোদনের
Advertisement