ডিম-হামলার তদন্তের নির্দেশ দিন, রাজনাথকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর
![ডিম-হামলার তদন্তের নির্দেশ দিন, রাজনাথকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর Egg Attack Jual Oram Writes To Rajnath Wants Odisha Govt Probe ডিম-হামলার তদন্তের নির্দেশ দিন, রাজনাথকে চিঠি কেন্দ্রীয় মন্ত্রীর](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/06/16154308/oram-attack.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ভূবনেশ্বর: ডিম-হামলার দুদিন পর ঘটনার তদন্তের দাবি তুললেন কেন্দ্রীয় উপজাতি-বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাঁও।
শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে চিঠি লিখে তিনি অনুরোধ করেন ঘটনার তদন্ত করার জন্য ওড়িশা প্রশাসনকে নির্দেশ দেওয়া হোক।
চিঠিতে ওরাঁও লেখেন, আমি এই বিষয়ে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করছি। আমার অনুরোধ, কেন্দ্র যাতে রাজ্যপালকে নির্দেশ দেয় গোটা ঘটনার তদন্ত করার জন্য।
পাশাপাশি, দলের রাজ্য সভাপতি বসন্ত পণ্ডার নেতৃত্বে বিজেপির এক প্রতিনিধিদল এদিন রাজ্যপাল এস সি জামিরের কাছে গিয়ে ডিম ছোঁড়ার বিষয়টি উত্থাপন করে।
তাদের দাবি, ওড়িশা সফরে আসা কেন্দ্রীয় মন্ত্রীদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে, তার জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা উচিত। ডিম-কাণ্ডের প্রতিবাদে এদিন সুন্দরগড়ে প্রতীকী ধর্মঘটও পালন করে বিজেপি।
প্রসঙ্গত, বুধবার কেন্দ্রপাড়ার আউল বাজারে গেলে, কেন্দ্রীয় উপজাতি-বিষয়ক মন্ত্রী জুয়াল ওরাঁওকে ডিম ছুঁড়ে মারেন কিছু বিজেডি সমর্থক।
অন্যদিকে, মন্ত্রীকে কালো পতাকা দেখান কিছু কংগ্রেস সমর্থক। মূলত, মহানদী ইস্যু ও মধ্যপ্রদেশের মান্দসৌরে কৃষক-হত্যার প্রতিবাদ জানাতেই ওই বিক্ষোভ প্রদর্শন করা হয়।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)