কর্নাটকে রাহুল গাঁধী ও অমিত শাহর বিমানে তল্লাশি নির্বাচন আধিকারিকদের

বেঙ্গালুরু: কর্নাটকে বিধানসভা ভোট শিয়রে। এমতাবস্থায়, নির্বাচন কমিশনের নজরদারির আওতা থেকে বাদ পড়ছেন না দেশের ভিভিআইপি-রা। মঙ্গলবারই বিশেষ বিমানে করে ভোটপ্রচারে কর্নাটকে পৌঁছন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী ও বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। জানা গিয়েছে, উত্তর কর্নাটকের হুব্বালি বিমানবন্দরেই দুজনের বিমানে তল্লাশি চালান কমিশনের আধিকারিকরা। সূত্রের খবর, এদিন তিন জেলাস্তরের অফিসারের নেতৃত্বে এই তল্লাশি অভিযান চালানো হয়। কমিশন জানিয়েছে, স্বচ্ছ ও অবাধ নির্বাচন করার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ধারওয়াড় জেলার ডেপুটি কমিশনার এস বি বোমান্নাহাল্লি জানান, এটা ইচ্ছাকৃত নয়। যা হয়েছে, কমিশনের নির্দেশিকা অনুযায়ী রুটিন তল্লাশি হয়েছে। তবে, দুজনের মালপত্রে সন্দেহজনক কিছু মেলেনি বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, আগামী ১২ মে, ভোটগ্রহণ হবে কর্নাটকে।






















