এক্সপ্লোর
Advertisement
ইভিএমে কারচুপির অভিযোগ, হ্যাকিংয়ের প্রস্তুতিতে ১৪০ইঞ্জিনিয়ার, দাবি হার্দিকের
নয়াদিল্লি: দুদিন আগেই বিজেপির বিরুদ্ধে ইলেকট্রনিক ভোটিং মেশিনে সম্ভাব্য কারচুপির অভিযোগ এনেছিলেন পাতিদার নেতা হার্দিক পটেল। এবার বিধানসভা নির্বাচনের ভোট গণনার আগের দিন রবিবার চাঞ্চল্যকর অভিযোগ তুললেন তিনি। তাঁর অভিযোগ, ইভিএম হ্যাকিংয়ের জন্য একদল সফটওয়্যার ইঞ্জিনিয়ারকে ভাড়া করে নিয়ে আসা হয়েছে।
ট্যুইটারে তাঁর অভিযোগ, আহমেদাবাদের এক কোম্পানির ১৪০ জন ইঞ্জিনিয়ারের সাহায্যে ৪,০০০ ইভিএম হ্যাকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁর আরও অভিযোগ, বিশনগর, রাধনপুর এবং পটেল সম্প্রদায় ও দলিত অধ্যুষিত এলাকাগুলিতে ইভিএম হ্যাক করার চেষ্টা করা হয়েছিল।
अहमदाबाद की एक कंपनी के द्वारा १४० सोफ्टवेर एंजिनियर के हाथों से ५००० EVM मशीन के सोर्स कोर्ड से हेकिंग करने की तैयारी हैं।
— Hardik Patel (@HardikPatel_) December 16, 2017
তাঁর অভিযোগের স্বপক্ষে সওয়াল করতে গিয়ে হার্দিক লিখেছেন, ওপরওয়ালার তৈরি মানুষের শরীরে যদি বিকৃতি ঘটানো যায়, তাহলে ইভিএমে কারচুপি অসম্ভব নয়। তিনি আরও বলেছেন, বাস্তবে এটিএমও হ্যাক করা যায়। তাই ইভিএমেও কারচুপি করা সম্ভব।
अहमदाबाद की एक कंपनी के द्वारा १४० सोफ्टवेर एंजिनियर के हाथों से ५००० EVM मशीन के सोर्स कोर्ड से हेकिंग करने की तैयारी हैं। — Hardik Patel (@HardikPatel_) December 16, 2017
উল্লেখ্য, হার্দিকের এ ধরনের অভিযোগ নতুন নয়। এর আগেও তিনি ট্যুইটারের মাধ্যমে বিজেপি যাতে কোনওভাবে কারচুপি করতে না পারে সেজন্য মানুষকে সতর্ক করে দিয়েছিলেন।
হার্দিক বলেছিলেন, গুজরাতে হারলে বিজেপির পতন শুরু হবে। ইভিএমে কারচুপি করেই একমাত্র গুজরাতের ভোটে জিততে পারে বিজেপি। কোনও সন্দেহের অবকাশ যাতে না থাকে সেজন্য বিজেপি গুজরাতে জিতবে এবং হিমাচল প্রদেশে হারবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
খুঁটিনাটি
Advertisement