এক্সপ্লোর
প্রতিটি দেশের বাহিনীকেই যুদ্ধের জন্য তৈরি থাকতে হয়, বললেন সেনাপ্রধান রাওয়াত

গনিকোপ্পাল (কর্নাটক): প্রতিটি দেশের সেনাবাহিনীকেই যুদ্ধ, সংঘাতের জন্য তৈরি থাকতে হয়, সেটা তার কাজও। এহেন অভিমত জানালেন সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াত। চিনা প্রেসিডেন্ট শি জিনপিং নিজের দেশের সশস্ত্র বাহিনীকে যু্দ্ধে লড়াইয়ের কলাকৌশল, ক্ষমতা বাড়াতে বলেছেন, যুদ্ধের প্রস্তুতির মাত্রাও উন্নত করতে বলেছেন। এ ব্যাপারেই আজ রাওয়াতকে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা নতুন কিছু নয়। প্রত্যেক সেনাবাহিনীকে সংঘর্ষের জন্য প্রস্তুত থাকতে হয়, সেটা তাদের কাজ। যখন যুদ্ধ নেই, তখন আমরাও বাহিনীকে প্রশিক্ষণ দিই যে কোনও পরিণতির জন্য তৈরি করে রাখি। সুতরাং কেউ এটা বলা নতুন ব্যাপার নয়। সম্প্রতি ভারত, চিন ও ভুটান সীমান্তের সংযোগস্থল ডোকালামে মুখোমুখি হয় ভারত ও চিনের সেনাবাহিনী। টানা ৭১দিন বাদে গত আগস্টে সরে আসে দুপক্ষ। কর্নাটকের বেলাগাভিতে রাওয়াত এ প্রসঙ্গে আগে বলেন, ভারত ও চিন, দু দেশের সেনাবাহিনীই ডোকালামে ছিল, তবে তাদের মধ্যে 'পরস্পরের চোখে চোখ রাখা'র মতো অবস্থা হয়নি। কোডাগু জেলার গোনিকোপ্পালের কাবেরী কলেজে প্রয়াত ফিল্ড মার্শাল কে এম কারিয়াপ্পা ও জেনারেল কে এস থিমায়ার প্রতিমূর্তি উন্মোচনের অনুষ্ঠানে এসেছিলেন সেনাপ্রধান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
বাংলাদেশ
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের






















