এক্সপ্লোর
Advertisement
জেটলির বাজেটে প্রবীণ নাগরিকদের ব্যাঙ্কে সুদ থেকে আয়ে ছাড় ৫০ হাজার টাকা
নয়াদিল্লি: প্রবীণ নাগরিকদের জন্য বাজেটে একগুচ্ছ ঘোষণা অরুণ জেটলির। তাঁদের জন্য ব্যাঙ্কে সুদ থেকে প্রাপ্ত আয়ে ছাড়ের সীমা এবার ৫ গুণ বেড়ে বছরে ৫০ হাজার টাকা হল। পাশাপাশি আয়কর আইনের ৮০ ডি ধারায় তাঁদের স্বাস্থ্যবিমা প্রিমিয়াম ও চিকিত্সা ব্যয়ে ছাড়ের সীমাও ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।
বাজেট ভাষণে তিনি বলেছেন, সব প্রবীণ নাগরিক যে কোনও স্বাস্থ্যবিমা ও অথবা সাধারণ চিকিত্সার খরচের ক্ষেত্রে বছরে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় দাবি করতে পারবেন। পাশাপাশি ৮০ ডিডিবি ধারায় নির্দিষ্ট কয়েকটি রোগের চিকিত্সার খরচে ছাড়ের সীমাও বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। তিনি বলেন, কর ছাড়ের পাশাপাশি প্রধানমন্ত্রী বয়ো বন্দনা যোজনা ২০২০-র মার্চ পর্যন্ত বহাল থাকছে। এতে ৮ শতাংশ সুনিশ্চিত রিটার্ন দেয় এলআইসি। এই স্কিমে সিনিয়র নাগরিকদের ক্ষেত্রে বছরে বিনিয়োগর চলতি সীমা সাড়ে সাত লক্ষ থেকে প্রায় দ্বিগুণ বেড়ে ১৫ লক্ষ টাকা হচ্ছে।
তিনি বলেন, সম্মানের সঙ্গে বেঁচে থাকা যে কোনও মানুষের অধিকার, কথাটা বেশি খাটে প্রবীণ নাগরিকদের বেলায় । যারা আমাদের বড় করেছেন, তাঁদের দেখভাল করা তাঁদের সবচেয়ে বড় সম্মান দেওয়া। এইসব ছাড় একসঙ্গে ধরলে অতিরিক্ত প্রায় ৪ হাজার কোটি টাকা কর ছাড় পাবেন প্রবীণ নাগরিকরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement