এক্সপ্লোর
Advertisement
আবহাওয়ার পূর্বাভাসে ভুল ছিল, হাওয়া অফিসের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন মহারাষ্ট্রের কৃষকরা
মুম্বই: মহারাষ্ট্রের মারাঠাওয়াড়া এলাকার একটি গ্রামের কৃষকরা এবার আবহাওয়া দফতরের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করলেন। তাঁদের বক্তব্য, বীজ ও সার বিক্রেতাদের সঙ্গে হাত মিলিয়ে হাওয়া অফিস ইচ্ছে করে বৃষ্টির পরিমাণ ফুলিয়ে ফাঁপিয়ে দেখিয়েছে।
বীড় জেলার মাজালগাঁও তেহসিলের দিনদ্রুদ পুলিশ স্টেশনে দায়ের হয়েছে এই অভিযোগ। কৃষকদের নালিশ, পুনে ও কোলাবার আবহাওয়া দফতরের জন্য তাঁদের লাখ লাখ টাকা লোকসান হয়েছে। আবহাওয়া দফতর বলেছিল, জুনে খরিফ ফসল বোনার সময় যথেষ্ট বৃষ্টি হবে। সেই শুনে কৃষকরা ফসল বোনার কাজ শুরু করেন। লাখ লাখ টাকা দিয়ে শস্যের বীজ, সার, কীটনাশক কেনেন তাঁরা, দীনমজুরদের টাকাপয়সা দিয়ে কাজেও লাগান। কিন্তু অল্পদিনের মধ্যেই তাঁরা বুঝতে পারেন, বৃষ্টির সম্ভাবনা ধারে কাছে নেই, পুরোটাই জলে গিয়েছে।
তাঁদের অভিযোগ, হাওয়া অফিস কর্তাদের সঙ্গে বীজ ও সার বিক্রেতাদের যোগসাজস রয়েছে, তাই ইচ্ছে করে ভাল বৃষ্টির পূর্বাভাস দিয়ে তাঁদের ফসল বোনায় হাত দিতে প্ররোচিত করেছেন তাঁরা।
এ নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশের কাছে অভিযোগও করেছেন তাঁরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
জেলার
Advertisement