এক্সপ্লোর
Advertisement
মেয়েদের দিকে আঙুল তুললে কেটে ফেলা হবে, মন্তব্য হরিয়ানার মুখ্যমন্ত্রীর
পাঁচকুলা: কেউ যদি মেয়েদের দিকে আঙুল তোলার সাহস করে, তবে তার আঙুল কেটে নেওয়া হবে। বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার। তাঁর রাজ্যে ধর্ষণ ও শ্লীলতাহানির অপরাধীদের কোনও সরকারি প্রকল্পের সুবিধে দেওয়া হবে না বলেও জানিয়ে দিয়েছেন তিনি।
পাঁচকুলায় এক আউর সুধার নামে প্রকল্পের উদ্বোধনে এসে মুখ্যমন্ত্রী বলেন এ কথা। তিনি বলেন, হামারে ইঁহা এক ভি বহেন বেটি কি তরফ অগর কোই উংলি উঠায়েগা তো উসকি উংলি কাট দি জায়গি, অ্যায়সা হাম প্রবন্ধ করেঙ্গে। এ নিয়ে সমালোচনা হলে অবশ্য তিনি বলেছেন, আঙুল কাটার মত কোনও বর্বর নিয়ম চালু করার কথা বোঝাতে চাননি তিনি, অপরাধীদের শাস্তি দেওয়ার কথাই বলেছেন।
ধর্ষণ ও শ্লীলতাহানির অভিযুক্তর বিরুদ্ধে সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হলে সরকারি প্রকল্পের সুবিধে পেতে কোনও বাধা থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
মুখ্যমন্ত্রী আরও বলেছেন, যদি কোনও ধর্ষিতা সরকারি আইনজীবী ছাড়াও নিজস্ব আইনজীবীর সাহায্য নিতে চান, তবে তাঁকে সে জন্য ২২,০০০ টাকা দিয়ে সাহায্য করবে রাজ্য সরকার। স্বাধীনতা দিবস বা ২৬ অগাস্ট রাখী বন্ধন উপলক্ষ্যে মহিলাদের নিরাপত্তা সংক্রান্ত একটি প্রকল্পের ঘোষণা করা হবে বলেও খাট্টার জানিয়েছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement