এক্সপ্লোর
Advertisement
ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা ও কর্তাদের বিরুদ্ধে 'প্রতারনা'র মামলা
বেঙ্গালুরু: বৃহত্ ই-কমার্স সংস্থার ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা ও কর্তাদের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা দায়ের হল। পুলিশ জানিয়েছে, ফ্লিপকার্ট প্রতিষ্ঠাতা ও সংস্থার অন্যান্য আধিকারিকদের বিরুদ্ধে এক ব্যবসায়ীকে ৯.৯৬ কোটি টাকা প্রতারণার অভিযোগ উঠেছে। ওই ব্যবসায়ী সি-স্টোর কোম্পানির মালিক নবীন কুমারের ইন্দিরানগর থানায় দায়ের করা অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করেছে পুলিশ। ল্যাপটপ সরবরাহ বাবদ সি-স্টোর কোম্পানির বকেয়া অর্থ না দেওয়ার কারণেই এই অভিযোগ দায়ের হয়েছে।
ফ্লিপকার্টের সচিন বনশল, বিন্নি বনশল এবং কোম্পানির দুই কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।
অভিযোগ, সি-স্টোর ই-কমার্স সংস্থাটির সঙ্গে বিক্রয়ের জন্য ল্যাপটপ সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী সরবরাহের চুক্তি করেছিল। চুক্তি অনুসারে সি-স্টোর ১৪,০০০ ল্যাপটপ সরবরাহ করেছিল। এরমধ্যে ফ্লিপকার্ট ১,৪৮০ টি ফিরিয়ে দিয়েছে। কিন্তু বাকিগুলির দাম চোকায়নি বলে অভিযোগ। শিপিং চার্জ সহ অন্যান্য ব্যয়ও মেটানো হয়নি বলে অভিযোগ।
এই অভিযোগ সম্পর্কে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ফ্লিপকার্টের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement