এক্সপ্লোর
Advertisement
Forbes 30 Under 30 List: অনাথ ছেলেমেয়েদের শিক্ষা দেন, ফোর্বস তালিকায় স্থান পেলেন লখনউয়ের পৌলমী শুক্ল
বেশ কয়েক বছর ধরে অনাথ শিশুদের শিক্ষার জন্য নিজেকে নিবেদিত করেছেন পৌলমী। ২০১৫ সালে তিনি একটি বই লেখেন উইকেস্ট অন আর্থ- অরফ্যান্স অফ ইন্ডিয়া।
লখনউ: ফোবর্স পত্রিকার India 30 Under 30 2021-এ জায়গা করে নিলেন লখনউয়ের পৌলমী শুক্ল। পৌলমী পেশায় আইনজীবী, অনাথ শিশুদের শিক্ষাদানে অবদানের জন্য তাঁকে তাদের তালিকায় জায়গা দিল ফোর্বস। এই সম্মান পেয়ে পৌলমী অত্যন্ত খুশি, তিনি তাঁর কৃতজ্ঞতা জানিয়েছেন।
ফোবর্স পত্রিকা প্রতি বছর ৩০ বছরের কম বয়সী এমন ৩০ জনকে জনসমক্ষে তুলে ধরে, যাঁরা নিজের নিজের ক্ষেত্রে প্রতিশ্রুতির স্বাক্ষর রেখেছেন। ফোবর্সের এই তালিকায় জায়গা পেয়ে খুশি পৌলমীও। তিনি বলেছেন, গুজরাতের ভুজের ভূমিকম্পে যে সব শিশুরা বাবা মাকে হারিয়ে অনাথ হয়েছিলেন, তাদের সঙ্গে সাক্ষাতের পর আমি এ ব্যাপারে কাজ করার প্রেরণা পাই। এদের কোনও পরিচয় নেই তাই নিজের মাধ্যমে এই সব অনাথ শিশুদের অবস্থা বিশ্বের সামনে তুলে ধরতে চাই।
Lucknow based lawyer Poulomi Shukla features in Forbes' 'India 30 under 30, 2021 list' for her work in educating orphans
"I found my passion meeting children orphaned by Bhuj earthquake. I want to highlight their plight more by my recognition as they don't have voice," she says pic.twitter.com/fQpaUrKJxb
— ANI UP (@ANINewsUP) February 4, 2021
বেশ কয়েক বছর ধরে অনাথ শিশুদের শিক্ষার জন্য নিজেকে নিবেদিত করেছেন পৌলমী। ২০১৫ সালে তিনি একটি বই লেখেন উইকেস্ট অন আর্থ- অরফ্যান্স অফ ইন্ডিয়া। ইতিমধ্যেই তিনি শুরু করেছেন অ্যাডপ্ট অ্যান অরফ্যান বা একটি অনাথ শিশুকে দত্তক নিন নামে একটি অভিযান। তাঁর এই পদক্ষেপ সাধারণ মানুষের মধ্যে বেশ ভাল সাড়া ফেলেছে, বেশ কয়েকজন ব্যবসায়ীও এতে যুক্ত হয়েছেন। তাঁরা অনাথ ছেলেমেয়েদের জন্য খাতাপত্র, কাগজ, পেন্সিল এমনকী টিউশন ফিরও ব্যবস্থা করে দিয়েছেন। পাশাপাশি পৌলমী যোগাযোগ করেছেন উত্তর প্রদেশের শিক্ষা দফতরের সঙ্গেও, তাদের মাধ্যমে রাজ্যের ৮টি শহরের ১৩টি স্কুলের অনাথ ছাত্রছাত্রীদের পড়াশোনা ও টিউশন ফির বন্দোবস্ত করে দিয়েছেন তিনি।
পৌলমী পাভিনি শুক্লর বাবা মা দুজনেই বরিষ্ঠ আইএএস অফিসার। তাঁর মা হলেন আরাধনা শুক্ল ও বাবা প্রদীপ শুক্ল। তাঁর লেখা বই উইকেস্ট অন আর্থ- অরফ্যান্স অফ ইন্ডিয়া নিয়ে সংসদে আলোচনাও হয়েছে, বিষয়টি তোলেন লোকসভা সদস্য রাঘব লখনপাল। আগে পৌলমী কাজ করেছেন কপিল সিব্বল, লখনউ হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি জে কে গুপ্তর মত নামী আইনজীবীদের সঙ্গে। এখন তাঁর চেষ্টা, লকডাউনের মধ্যে শহরের অনাথ শিশুদের জন্য স্মার্ট টিভির ব্যবস্থা করে যাতে তাদের জন্য অবিচ্ছিন্ন পড়াশোনার ব্যবস্থা করা যায়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement