এক্সপ্লোর
Advertisement
গোমাংস ইস্যুতে মেঘালয়ের বিজেপি ছাড়া নেতারা করলেন বিচি-বিফ ফেস্ট
তুরা (মেঘালয়): ধান থেকে তৈরি হওয়া দেশি বিয়ার, সঙ্গে গোমাংস। এই উপাদান দিয়ে মেঘালয়ের তুরায় হয়ে গেল বিচি-বিফ ফেস্ট। আয়োজক গোমাংস ইস্যুতে দল ছাড়া বিজেপি নেতারা।
গবাদি পশুর বধের ওপর কেন্দ্রীয় সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে তার প্রতিবাদ স্বরূপ এই ফেস্টের আয়োজন করেন ৩ প্রাক্তন বিজেপি নেতা বার্নার্ড মারাক, বাচু মারাক ও উইলভার গ্রাহাম ডাংগো। নরেন্দ্র মোদী সরকারের ৩ বছর পূর্তি উপলক্ষ্যে এই ফেস্ট করার ইচ্ছেপ্রকাশ করেন তাঁরা। কিন্তু গোমাংসের কথা শুনে বরিষ্ঠ নেতারা না করে দেন। এরপরেই দল ছেড়েছেন এই তিন নেতা। তাঁদের বক্তব্য, গোমাংস মেঘালয়ের মানুষের খাদ্য, তার ওপর নিষেধাজ্ঞা আনা চলবে না।
এরপরেই গতকাল তাঁরা করেন বিচি-বিফ ফেস্ট। বিচি হল ভাত পচিয়ে তৈরি বিয়ারের গারো শব্দ।
বিজেপি ছেড়ে বেরিয়ে আসা এই নেতাদের বক্তব্য, তাঁরা গারো খ্রিস্টান। তাঁদের জীবনযাত্রা ও খাদ্যাভ্যাস বদলানোর চেষ্টা যে কোনওভাবেই মেনে নেওয়া হবে না, তা প্রমাণ করতে এই ফেস্টের আয়োজন। যাঁরা এতে যোগ দেন, তাঁরা বেশিরভাবই প্রাক্তন বিজেপি কর্মী, কেন্দ্রের গবাদি পশু সংক্রান্ত নিষেধাজ্ঞায় তাঁদের আপত্তি রয়েছে।
গোমাংস ইস্যুতে গারো পাহাড় এলাকার ৫০০০-এর ওপর বিজেপি কর্মী দল ছেড়েছেন। এই মুহূর্তে মেঘালয়ের ৬০ সদস্যের বিধানসভায় ২৪টি বিজেপির দখলে। কিন্তু আরও বহু নেতা-কর্মী হুমকি দিয়েছেন, আইন প্রত্যাহার করা না হলে দল ছাড়বেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
আজ ফোকাস-এ
জেলার
জেলার
Advertisement