গুজরাতে ২ প্রাক্তন কং বিধায়ক অল্পেশ ঠাকোর ও দভলসিংহ জালা যোগ দিলেন বিজেপিতে
২০১৭ সালে গুজরাতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঠাকোর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে গত এপ্রিল মাসে কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দেন তিনি।
গাঁধীনগর: এবার গুজরাতে বিজেপিতে যোগ দিলেন কংগ্রেসের দুই প্রাক্তন বিধায়ক অল্পেশ ঠাকোর এবং দভলসিংহ জালা। বৃহস্পতিবার, গুজরাতের বিজেপি সভাপতি জিতু ভাগনানির উপস্থিতিতে রাজ্য সদর দফতরে শাসক দলে নাম লেখান ঠাকোর ও জালা। এর আগে, রাজ্যসভা উপনির্বাচনে কংগ্রেস প্রার্থীদের বিরুদ্ধে ভোট দেওয়ার পর গত ৫ জুলাই দল থেকে ইস্তফা দেন এই দুজন। পাটান জেলার রাধনপুর আসনের প্রাক্তন বিধায়ক ৪৩ বছরের ঠাকোর জানিয়েছেন, তিনি দলের কর্মকাণ্ডে অখুশি ছিলেন। প্রসঙ্গত, ২০১৭ সালে গুজরাতে বিধানসভা নির্বাচনের ঠিক আগে ঠাকোর কংগ্রেসে যোগ দিয়েছিলেন। ২০১৯ লোকসভা নির্বাচনের ঠিক আগে গত এপ্রিল মাসে কংগ্রেসের সব পদ থেকে ইস্তফা দেন তিনি। অন্যদিকে, সবরকণ্ঠ জেলার বায়াদ আসনের প্রাক্তন বিধায়ক ছিলেন ঠাকোরের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত জালা। এদিন তিনিও জানান, কংগ্রেসের সঙ্গে তিনি মানিয়ে নিতে পারছিলেন না। গত লোকসভা নির্বাচনে গুজরাতের ২৬টি আসনের মধ্যে সবকটিতেই জেতে কংগ্রেস।