এক্সপ্লোর
সংসদে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল রাতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই.আহমেদ
![সংসদে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল রাতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই.আহমেদ Former Minister E Ahamed Dies After Suffering Cardiac Arrest সংসদে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর গতকাল রাতে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই.আহমেদ](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/02/01023902/E-AHAMED-body-.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: মঙ্গলবার সংসদে বাজেট অধিবেশন চলাকালীন হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ই.আহমেদ। গতকাল রাত ২ বেজে পনেরো মিনিটে দিল্লির রামমনোহর লহিয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর।
গতকাল সংসদে অধিবেশন চলাকালীন আচমকাই অসুস্থ হয়ে পড়েন প্রাক্তন এই কেন্দ্রীয় মন্ত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে দিল্লির রামমনোহর লহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ওই হাসপাতালেরই ট্রমা সেন্টারের আইসিইউতে স্থানান্তরিত করা হয়। তারপর রাত দুটে বেজে পনেরো মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
আপাতত তাঁর দেহ এইএমস-এ রাখা আছে। আজ বেলার দিকে তাঁর দেহ কেরলে নিয়ে যাওয়া হবে।
মনমোহন সিংহ সরকারের আমলে তিনি বিদেশমন্ত্রকের দায়িত্বভার সামলেছেন। লোকসভায় কেরলের হয়ে প্রতিনিধিত্ব করেছেন। এছাড়া ইন্ডিয়া ইউনিয়ন মুসলিম লিগের প্রেসিডেন্টও ছিলেন ই. আহমেদ। গতকাল রাত্রিবেলা তাঁর শারীরিক অবস্থার খবর নিতে হাসপাতালে গিয়েছিলেন কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী এবং সহ সভাপতি রাহুল গাঁধী।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)