এক্সপ্লোর
Advertisement
আপাতত ঠিকানা সিপিএমের পার্টি অফিস, নয়া সরকার বাসভবন দিলে সেখানে উঠে যাবেন মানিক সরকার
আগরতলা:সিপিএম রাজ্য কমিটির অফিসেই এবার থেকে থাকবেন ত্রিপুরার ২০ বছরের মুখ্যমন্ত্রী।
সদ্য প্রাক্তন হয়ে যাওয়া মানিক সরকার বা তাঁর স্ত্রীর কোনও বাড়ি বা ফ্ল্যাট নেই। তাই এবার থেকে আগরতলায় সিপিএম অফিসেই থাকবেন তাঁরা। পার্টি অফিসের রান্নাঘরে যা রান্না হবে, তাই খাবেন দুজনে। সিপিএম নেতা হরিপদ দাস জানিয়েছেন, যদি নয়া সরকার তাঁকে কোনও সরকারি বাসভবন দেয়, তবে পরে সেখানে উঠে যেতে পারেন তিনি।
মার্ক্স-এঙ্গেলস সরণিতে মুখ্যমন্ত্রীর বাসভবন থেকে শপাঁচেক মিটার দূরত্বে এই রাজ্য কমিটি অফিস। অতিথিশালার একটি ঘরে তিনি থাকবেন স্ত্রী পাঞ্চালী ভট্টাচার্যের সঙ্গে। সিপিএম রাজ্য সচিব বিজন ধর জানিয়েছেন এ কথা।
তাঁর বইয়ের ভাণ্ডার, কিছু সিডি ও জামাকাপড় প্রথমে পাঠিয়ে দেন মানিকবাবু। তারপর সস্ত্রীক এসে ওঠেন পার্টি অফিসে।
মানিকবাবুর স্ত্রী পাঞ্চালি এর আগে জানান, মার্ক্সীয় সাহিত্য ও বই দলীয় পাঠাগার ও বীরচন্দ্র কেন্দ্রীয় পাঠাগারে তিনি দান করে দেবেন।
ত্রিপুরায় ২৫ বছরের সিপিএম শাসনে ইতি টেনে গত সপ্তাহে সেখানে ক্ষমতায় এসেছে বিজেপি। আজ নয়া সরকারের শপথগ্রহণ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
খবর
জেলার
ক্রিকেট
Advertisement