ফ্রিডম ২৫১: জালিয়াতির অভিযোগে আটক রিঙ্গিং বেলসের কর্তা
গাজিয়াবাদ: জালিয়াতির অভিযোগে আটক করা হল ‘ফ্রিডম ২৫১’ স্মার্টফোন নির্মাণকারী সংস্থা রিঙ্গিং বেলস-এর ম্যানেজিং ডিরেক্টর মোহিত গয়ালকে।
গতকাল পুলিশের কাছে রিঙ্গিং বেলস-এর বিরুদ্ধে ১৬ লক্ষ টাকা জালিয়াতির অভিযোগ দায়ের করেন গাজিয়াবাদের একটি সংস্থার মালিক।
অভিযোগে, ওই ব্যক্তি দাবি করেন, ২০১৫ সালের নভেম্বর মাসে তাঁকে ফিডম ২৫১-এর ডিস্ট্রিবিউটরশিপ নেওয়ার জন্য প্রভাবিত করেছিলেন গয়াল সহ অন্যান্যরা।
তিনি যোগ করেন, ওই চুক্তির ফলে, তাঁর সংস্থা রিঙ্গিং বেলস-কে বিভিন্ন পর্যায়ে ৩০ লক্ষ টাকা দেয়। অভিযোগ, বদলে মাত্র ১৩ লক্ষ টাকার সামগ্রী হাতে পান তাঁরা। পরে, আরও এক লক্ষ টাকার সামগ্রী পাঠানো হয়।
সংস্থার মালিক এ-ও দাবি করেন, বকেয়া টাকা চাইলে তাঁদের প্রাণনাশের হুমকিও দেয় মোহিত ও তাঁর সঙ্গীরা।
অভিযোগের ভিত্তিতে গয়ালকে আটক করা হয়। এদিন সেই খবরের সত্যতা স্বীকার করেছেম গাজিয়াবাদের পুলিশ সুপার মণীশ মিশ্র। তিনি জানান, জিজ্ঞাসাবাদের জন্যই আটক করা হয়েছে গয়ালকে।
প্রসঙ্গত, গত বছরের ফেব্রুয়ারি মাসে ফ্রিডম ২৫১ স্মার্টফোন বিক্রি করা শুরু করে রিঙ্গিং বেলস। সংস্থার তরফে দাবি করা হয়, এটিই ‘বিশ্বের সবচেয়ে সস্তা’ স্মার্টফোন।
কিন্তু, তাদের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ ওঠায় নিষিদ্ধ করা হয় সংস্থাকে।