এক্সপ্লোর
Advertisement
মধ্যবিত্তর উপর জোড়া কোপ, এপ্রিল থেকে বাড়ছে গাড়ি বিমার খরচ, জুলাই থেকে জিএসটি চাপছে ফ্ল্যাট কেনার ইএমআই-এর উপর
নয়াদিল্লি:মধ্যবিত্তর উপর জোড়া কোপ। এক হাজার সিসি-র বেশি গাড়ির ক্ষেত্রে পয়লা এপ্রিল থেকে বিমা খরচ বাড়ছে ৪১ শতাংশ পর্যন্ত। পয়লা জুলাই থেকে জিএসটি চাপছে ইএমআই-এর উপর।
পয়লা এপ্রিল থেকে বাড়ছে গাড়ি রাখার খরচ। মহার্ঘ হচ্ছে গাড়ি বিমা। ইনস্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া জানিয়েছে, বার্ষিক গাড়ি বিমার পরিমাণ ৪১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এর ফলে দেড় হাজার সিসি গাড়ির ক্ষেত্রে বার্ষিক বিমার পরিমাণ ২২৩৭ টাকা থেকে বেড়ে হচ্ছে ৩১৩২ টাকা।
দেড় হাজার সিসির উপরে গাড়ি বিমা খরচ বার্ষিক ৬১৬৪ টাকা থেকে ৮৬৩০ টাকা করা হচ্ছে। তবে এক হাজার সিসি পর্যন্ত গাড়ির ক্ষেত্রে বিমার হারে কোনও পরিবর্তন হচ্ছে না। বাড়ছে দু চাকা ও তিন চাকা গাড়ির বিমার পরিমাণও।
এদিকে আগামী জুলাই থেকে পণ্য পরিষেবা করের আওতায় আসছে জমি লিজ, বাড়ি ভাড়া ও নির্মীয়মাণ আবাসন কেনার জন্য নেওয়া মাসিক ঋণের কিস্তি। তবে জমি-বাড়ি বিক্রির ক্ষেত্রে এই কর লাগু হবে না। এধরনের লেনদেনে এখনকার মতোই দিতে হবে স্ট্যাম্প ডিউটি। লোকসভায় যে কেন্দ্রীয় জিএসটি বিল পেশ করা হয়েছে, তাতে বলা হয়েছে, যে কোনও ধরনের লিজ, ভাড়া ও লাইসেন্সের মাধ্যমে কোনও জমি নেওয়া হলে, তা পরিষেবা প্রদান হিসাবে গণ্য করা হবে। এছাড়া, নির্মীয়মাণ বাড়ি বিক্রয়ও জিএসটি-র আওতায় পড়বে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement