এক্সপ্লোর
Advertisement
নিত্যসঙ্গী পারিবারিক অশান্তি, গাজিয়াবাদে ২ সন্তানকে খুন করে ২ স্ত্রী নিয়ে ৮ তলা থেকে ঝাঁপিয়ে পড়লেন ব্যক্তি
বহুতলের বাসিন্দারা জানিয়েছেন, দুই স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল ওই পরিবারের রোজকার ঘটনা।
গাজিয়াবাদ: সকাল হতে না হতেই ভয়াবহ দৃশ্যের সাক্ষী হল উত্তর প্রদেশের গাজিয়াবাদ। ২ কন্যাকে খুন করে ২ স্ত্রীকে নিয়ে বাড়ির অষ্টমতলা থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক ব্যক্তি। এঁদের মধ্যে এক মহিলা গুরুতর জখম, তিনি হাসপাতালে ভর্তি।
গাজিয়াবাদ পুলিশ জানিয়েছে, গাজিয়াবাদের অভিজাত এলাকা ইন্দিরাপুরমের বহুতল কৃষ্ণা স্যাফায়ার অ্যাপার্টমেন্টে ঘটেছে এই ঘটনা। নিরাপত্তারক্ষী আজ ভোরে ওই ব্যক্তিকে তাঁর ২ স্ত্রীকে নিয়ে ঝাঁপিয়ে পড়তে দেখেন। জানা গিয়েছে, ২ বিয়ের জেরে ভদ্রলোকের বাড়িতে নিয়মিত অশান্তি হত, গভীর রাত পর্যন্ত শোনা যেত চেঁচামেচি। গতকালও মাঝরাত পর্যন্ত প্রচণ্ড ঝামেলা হয়, তার কিছুক্ষণ পরই ২ স্ত্রী নিয়ে নীচে ঝাঁপ দেন ফ্ল্যাটের মালিক। তার আগে ২ মেয়েকে খুন করেন তাঁরা।
এখনও পর্যন্ত ঘটনাস্থল থেকে কোনও সুইসাইড নোট পায়নি পুলিশ। তাদের ধারণা, ঝগড়ার জেরে রাগের মাথায় নেওয়া হয় সপরিবারে আত্মহত্যার সিদ্ধান্ত। বহুতলের বাসিন্দারা জানিয়েছেন, দুই স্ত্রীর মধ্যে ঝামেলা ছিল ওই পরিবারের রোজকার ঘটনা। তবে ইন্দিরাপুরম থানার পুলিশ এখনও স্পষ্ট করে কিছু জানাতে পারেনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement