এক্সপ্লোর
Advertisement
ছেলে, মেয়ে একসঙ্গে রাস্তায় হাঁটলে তাঁদের হেনস্থা করা যাবে না: যোগী আদিত্যনাথ
নয়াদিল্লি: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর পদে আসীন হওয়ার পর দূরদর্শনকে একান্ত সাক্ষাতকার দিলেন যোগী আদিত্যনাথ।
এক ঝলকে দেখে নেওয়া যাক, কী কী বললেন তিনি—
- কৃষকদের জীবন সহজ ও স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। আমরাও সেই চেষ্টা করছি।
- একাদশ ও দ্বাদশ শ্রেণিতে বিদেশি ভাষাকে বাধ্যতামূলক করলে আখেরে লাভবান হবে পড়ুয়ারা।
- কেউ আইনের ঊর্ধ্বে নয়। এমন কোনও কাজকে প্রশ্রয় দেব না, যার জেরে রাজ্যে শান্তি বিঘ্নিত হয়।
- খুব শীঘ্রই স্বচ্ছভাবে শিক্ষকদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
- ৪০ দিনের মধ্যে আখ-চাষীদের ঋণ মকুব করার নির্দেশ দেওয়া হয়েছে চিনিকল মালিকদের। না হলে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
- রাজ্যজুড়ে পাঁচ হাজার গম কেনার জায়গা তৈরি করা হবে।
- ইভ-টিজারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
- অ্যান্টি রোমিও স্কোয়াড কোনও বিশেষ ধর্ম বা বর্ণের সঙ্গে জড়িত নয়।
- রাস্তা দিয়ে একসঙ্গে চলা কোনও ছেলে এবং মেয়ে ভাই-বোন হতে পারে বা বন্ধুও হতে পারে। কেউ যেন তাঁদের হেনস্থা না করে।
- অনাহারে কারও মৃত্যু হলে, জেলাশাসক দায়ী থাকবেন।
- স্বাস্থ্য পরিষেবা না মেলায় কোনও শিশুমৃত্যুর ঘটনা ঘটলে মুখ্য স্বাস্থ্য আধিকারিক দায়ী থাকবেন।
- কসাইখানাগুলিকে বাধ্যতামূলক জাতীয় পরিবেশ আদালতের নির্দেশিকা মেনে চলতে হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement