Malda News: দুলাল সরকার খুনে একাধিক বড় মাথা ? চাঞ্চল্যকর দাবি চৈতালি ঘোষ সরকারের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: বিরোধী দলের এমন কোনও মোটিভ খুঁজে পাচ্ছি না। মালদার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের সঙ্গে বিরোধীদের যোগ থাকার সম্ভাবনা উড়িয়ে বললেন তাঁর স্ত্রী চৈতালি ঘোষ সরকার। উল্টে এই ঘটনার সঙ্গে যে দলেরই একাংশ যুক্ত রয়েছে সেটাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল কাউন্সিলর। তাঁর চাঞ্চল্যকর দাবি, দুলাল সরকার খুনে একাধিক বড় মাথা রয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, সেই মাথাদের কবে খুঁজে বের করবে পুলিশ?
সাত সকালে ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা
সাতসকালে কলকাতায় ভূমিকম্প অনুভূত হয়। সকাল ৬ টা ৩৫ নাগাদ কেঁপে ওঠে মাটি। দুলতে শুরু করে বহুতল। উৎসস্থল নেপালে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.১। কম্পনের তীব্রতা ছিল বেশ বেশি। শুধু ভারত নয়, মোট ৫টি দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। বছর শুরুতেই এই ভূমিকম্পে ছড়িয়েছে আতঙ্ক। রাজ্যে বিভিন্ন জায়গায় কম্পন অনুভূত হয়েছে। উত্তরবঙ্গে পরপর ২ বার ভূমিকম্প অনুভূত হয়। ক্ষয়ক্ষতির খবর এখনও জানা যায়নি।
ফের মৈপীঠে বাঘের আতঙ্ক
ওড়িশার সিমলিপাল থেকে পশ্চিমবঙ্গে এসেছিল বাঘিনী জিনাত। পাঁচ জেলায় ঘুরে বেরিয়েছিল সে। তাকে ধরতে রীতিমতো কালঘাম ছুটেছিল বন দফতরের কর্মীদের। অবশেষে ধরা সম্ভব হয়েছিল জিনাতকে। প্রাথমিক চিকিৎসার পর তাকে ফেরত পাঠানো হয়েছে ওড়িশায়। জিনাতের আতঙ্কের রেশ এখনও কাটেনি। এর মধ্যেই ফের মৈপীঠে বাঘের আতঙ্ক ছড়িয়েছে। মৈপীঠ কোস্টাল থানার শ্রীকান্ত পল্লিতে বাঘের ভয়। বাঁধ সংলগ্ন এলাকায় বাঘের পায়ের ছাপ দেখার দাবি গ্রামবাসীদের। ঘটনাস্থলে গিয়ে সবটা খতিয়ে দেখা শুরু করেছে বন দফতর এবং পুলিশ।