এক্সপ্লোর
স্কুলের ফি দিতে নারাজ বাবা, আত্মঘাতী দ্বাদশ শ্রেণীর ছাত্রী

জয়পুর: বাবা স্কুলের ফি দিতে অস্বীকার করায় গায়ে আগুন ধরিয়ে আত্মহত্যা করল ১৮ বছরের এক ছাত্রী। রাজস্থানের উদয়পুর জেলার শিল্পা কুমারী দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তার বাবা স্কুলের ফি দিতে রাজি না হওয়ায় খুব ভেঙে পড়েছিল সে। শেষপর্যন্ত গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় সে। পুলিশ জানিয়েছে, গতকাল এই ঘটনা ঘটে। সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় একটি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে উদয়পুরের এমবি হাসপাতালে রেফার করা হয়।কিন্তু সব চেষ্টা ব্যর্থ করে গতকাল রাতেই শিল্পার মৃত্যু হয়। ময়নাতদন্তের পর তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















